ICC T20 WC: টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করবে অস্ট্রেলিয়া
টি ২০ বিশ্বকাপে আজ থেকে শুরু সুপার টুয়েলভের খেলা। আবু ধাবিতে সুপার টুয়েলভে গ্রুপ ১-এর প্রথম ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতের বিরুদ্ধে খেলা প্রস্ততি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন অ্যাস্টন অ্যাগার। তবে খারাপ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারের উপর আস্থা রেখেছেন অজি অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট।

বিগত দুই বছর ধরে দুই বিশেষজ্ঞ স্পিনারকে প্রথম একাদশে রেখেই যাবতীয় রণকৌশল সাজাচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু আজকের ম্যাচে অজিরা নামছে তিন পেসার, এক স্পিনারে। এই প্রথম টি ২০ আন্তর্জাতিকে একসঙ্গে দেখা যাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে। টি ২০ ক্রিকেটে তাঁরা একসঙ্গে খেলেছেন মাত্র ৬ বার, ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-তে। সব কটি ম্যাচেই তাঁদের দল সিডনি সিক্সার্স জিতেছিল। অ্যাডাম জাম্পার সঙ্গে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে ভরসা রাখতে হবে অজিদের। খাতায়-কলমে অস্ট্রেলিয়া বড় দল হলেও সাম্প্রতিক ফর্ম মোটেই ভালো নয়। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও ভারতের কাছে হেরেছে অজিরা। তার আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজেও ব্যর্থতার মুখে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে। ওয়ার্নার যেমন ফর্মে নেই, তেমনই অ্যারন ফিঞ্চও অপারেশনের পর মাঠে ফিরে এখনও চেনা ছন্দ ফিরে পাননি। তাই স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের উপর অনেকাংশে নির্ভর করতে হবে। স্টার্ক ও কামিন্সও টি ২০ বিশ্বকাপের আগে দীর্ঘদিন খেলেননি। সবমিলিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধেই দেখা যাবে অস্ট্রেলিয়া কেমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
Toss update from Abu Dhabi 📰
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
Australia have elected to field first.
Who's winning this one? #T20WorldCup | #AUSvSA | https://t.co/SGLZbYpGoo pic.twitter.com/Cqsquvbv73
টস জিতে অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, উইকেট ভালো। খুব বেশি পরিবর্তন হবে না। কিছুটা ঘাসও রয়েছে। সে কারণেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন তাবরেজ শামসি। ফিটনেস টেস্টে পাস করার পর আজ প্রথম একাদশে রয়েছেন নির্ভরযোগ্য স্পিনার। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা সফরে ভালো ফর্মেই ছিল। তারপর বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলেও ভালো খেলেছেন। তবে বিশ্বকাপের মতো আসরে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি যে কিছুটা হলেও নার্ভাস সে কথা স্বীকার করেছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।
💬 "The one thing that we are missing is a World Cup."
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
The Proteas are all fired up ahead of the start of their #T20WorldCup 2021 campaign 🔥 #AUSvSA pic.twitter.com/drovpChz33
অস্ট্রেলিয়া- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা- তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রাসি ফান দার ডুসেন, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।