India vs Pakistan: বিরাটদের বিরুদ্ধে পাকিস্তানের ১২ জনের দলে ঠাঁই হল না হাই তোলা প্রাক্তন অধিনায়কের
টি ২০ বিশ্বকাপের ম্যাচে কাল দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ৫০ ওভার ও টি ২০ বিশ্বকাপ মিলিয়ে বিশ্বকাপের আসরে ভারতের কাছে এক ডজন ম্যাচে হেরেছে পাকিস্তান। টি ২০ বিশ্বকাপে ২০০৭ সালের প্রথম সাক্ষাত টাই হলেও বোল আউটে জিতেছিল ভারত। তবে এবার চাকা উল্টোদিকে ঘোরাতে আত্নবিশ্বাসী পাকিস্তান। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর ঘটনা থেকেই আত্মবিশ্বাসের রসদ খুঁজছে বাবর আজমের দল।

আজ ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের পাক অধিনায়ক বাবর আজম বলেন, আমরা কেউ অতীত নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমরা এই বিশ্বকাপের দিকেই তাকিয়ে যাবতীয় পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের শক্তি, দক্ষতার বিষয়ে সচেতন থেকে পরিকল্পনা যথাযথভাবে প্রয়োগ করার বিষয়েই ফোকাস রাখছি। বেসিকস ঠিক রাখাই গুরুত্বপূর্ণ, সব কিছু স্বাভাবিক যাতে থাকে সেটাই আমাদের লক্ষ্য। ভালো ক্রিকেট খেলে ভালো ফল নিশ্চিত করারই চেষ্টা করব। ম্যাচের আগের রাত বিনিদ্র রজনী হবে কিনা সে প্রশ্নের উত্তরে বাবর বলেছেন, আমরা অনেক টুর্নামেন্টে খেলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছি। বেসিকস ঠিক রেখে শান্ত ও রিল্যাক্স থাকতে হবে। আমরা সকলেই নিজেদের ১০০ শতাংশ দেব। যত সব কিছু স্বাভাবিক থাকবে ততই ভালো ফলের সম্ভাবনা বাড়বে। দলের প্রস্তুতিও যে ভালোই সে দাবিও করেছেন বাবর।
Pakistan team training session underway at the ICC Academy, Dubai.#WeHaveWeWill #T20WorldCup pic.twitter.com/EZkUAZMCIC
— Pakistan Cricket (@TheRealPCB) October 22, 2021
এই ম্যাচের জন্য ১২ সদস্যের ঘোষিত দলে রাখা হয়নি ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে। সোশ্যাল মিডিয়ায় যাঁর হাই তোলা নিয়ে নানা মিম তৈরি হয়েছিল। বাবর বলেন, সরফরাজও স্পিন ভালো খেলেন, ভারতের বিরুদ্ধে ভালো খেলার ব্যাপারে তাঁর আত্মবিশ্বাসও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেরা একাদশই নামবে ভারতের বিরুদ্ধে। সরফরাজ নিশ্চিতভাবেই পরের ম্যাচে সুযোগ পাবেন। তবে এই ম্যাচে শোয়েব মালিককেই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
— Pakistan Cricket (@TheRealPCB) October 22, 2021
সংযুক্ত আরব আমিরশাহীতে টানা ১০টি ম্যাচ জিতে টি ২০ বিশ্বকাপের আসরে এসেছে পাকিস্তান। বাবরের কথায়, প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ভালো খেলে সেই ধারাবাহিকতা পরের ম্যাচগুলিতে ধরে রাখতে হবে। আমার দল নিয়ে পূর্ণ আস্থা রয়েছে। আমাদের দল যথেষ্ট ভালো খেলছে। ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য। প্রত্যেক দলেরই শক্তি ও দুর্বলতা রেছে্। বহু বছর ধরে আমাদের দলের জয়ে বোলাররা দাপট দেখিয়েছেন। তাঁরা ম্যাচ জিতিয়েছেন এবং এখনও জেতাচ্ছেন। আমরা দলগতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলেছি। তবে এবারের দলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও আমাদের দলের মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে। যেভাবে বিগত কয়েক মাস ধরে ব্যাটাররা পারফর্ম করছেন তাতে ভারতের বিরুদ্ধে ভালো ফলের বিষয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।
How the KING prepares! Presenting to you the @babarazam258 practice and preparation routine.#WeHaveWeWill #T20WorldCup pic.twitter.com/7uNgrk9pYE
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2021
ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তানের ১২ সদস্যের দল- বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, মহম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।