ত্রিপুরার মাটিতে সুস্মিতা দেবের উপর হামলা, শারীরিক নিগ্রহের অভিযোগ! দুয়ারে গুন্ডারাজ, তোপ অভিষেকের
পুজো মিটতেই ফের উত্তপ্ত ত্রিপুরা। ফের একবার সেখানে আক্রান্ত হতে হল তৃণমূলকে। ব্যাপক ভাবে ভাঙচুর চালানো হয়েছে সাংসদের গাড়িতে। কোনও রকমে রক্ষা পান সাংসদ সুস্মিতা দেব। মারধর করা হয়েছে একাধিক তৃণমূল নেতা-কর্মীকে। এমনকি মারধর করা হয়েছে আইপ্যাকের কর্মীরাও।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকাতে। ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে বিপ্লব দেব সরকারকে তোপ অভিষেকের।

জনসংযোগ শুরু হতেই আক্রান্ত সাংসদ
সামনেই ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই জনসংযোগ কর্মসূচী নেয় তৃণমূল কংগ্রেস। আর সেই মতো আজ শুক্রবার থেকে শুরু হয় সেই কর্মসূচী। সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে শুরু হয় এই কর্মসূচী। সেই মতো এদিন সকালে ত্রিপুরার আমতালিতে জনসংযোগ কর্মসূচি চলছিল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। হঠাত করেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। শারীরিক ভাবে তাঁকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। তাঁর গাড়ি সম্পূর্ণ ভাবে ভেঙে দেওয়া হয়। ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

মারধর করা হয়েছে তৃণমূল নেতা-কর্মীদেরও
শুধু সাংসদ সুস্মিতা দেব নয়, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সঙ্গে থাকা মোবাইল এবং ব্যাগ কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। কার্যত রনক্ষেত্র আকার নেয় পরিস্থিতি। যদিও সামনে থেকেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। যদিও ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল নেতা-কর্মীরা। ইতিমধ্যে স্থানীয় থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিগ করা হয়েছে।

দুয়ারে গুন্ডারাজ!
এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব দেবকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। দুয়ারে গুন্ডারাজ বলেও তোপ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের। এই ঘটনার তীব্র নিন্দা করে অভিষেক লেখেন, 'বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণ যেন নতুন নজির গড়ছে। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে এভাবে শারীরিকভাবে নিগ্রহ চূড়ান্ত লজ্জাজনক। বিজেপির গুণ্ডারা রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে ত্রিপুরাতে। সময় ঘনিয়ে আসছে, সব উত্তর ত্রিপুরার মানুষই দেবেন।'

জনসংযোগ কর্মসূচী
সামণে বিধানসভা নির্বাচন ত্রিপুরাতে। আর তাঁর বারবার আক্রান্ত হচ্ছে তৃণমূল। যদিও আতঙ্ক ভুলে জনসংযোগ কর্মসূচী নিয়েছে তৃণমূল। রাজ্যের ,প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শুনবেন সে রাজ্যের তৃণমূল নেতৃত্বরা। বিভিন্ন দলে ভাগ হয়ে দিদির দূত লেখা গাড়িতে ঘোরার কথা তাঁদের। আর সেই কর্মসূচী শুরু হতেই হামলা।