টিকাকরণে VIP সংস্কৃতি আসতে দেওয়া হয়নি, বিরোধীদের নিশানা করে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
করোনা টিকাকরণে ১০০ কোটি পার করেছে ভারত। এই সাফল্যের অংশিদার দেশবাসীকে শুভেচ্ছা জানাতেই আজ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে বিরোধীদেরও নিশানা করেছেন মোদী। করোনা টিকাকরণ নিয়ে একাধিকবার বিরোধীরা আক্রমণ করেছে মোদীসরকার। বিরোধীদের সব প্রতিবাদ সত্ত্বেও দেশ ১০০ কোটির টিকাকরণে পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি। এবং সেটা সম্ভব হয়েছে দেশে উৎপাদিত করোনা টিকাকরণের কারণেই।

বিরোধীদের নিশানা মোদীর
শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পরোক্ষে বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে দেশ। তারমধ্যেও সমালোচনা শুনতে হয়েছে। অতিমারীর শুরুতে বলা হয়েছিল, ভারতের পক্ষে এই লড়াই কঠিন হবে। বলা হয়েছিল, এত অনুশাসন এখানে কী করে পালিত হবে? সবাইকে নিয়ে নিখরচায় ভ্যাকসিনেশন কর্মসূচি চালু হয়েছিল।টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি।'এমন কী প্রদীপ জ্বালানো, ঘণ্টা বাজানো নিয়েও কটাক্ষ শুনতে হয়েছিল। তারপরেও যুদ্ধ জয় করেছে ভারত। ১০০ কোটির টিকাকরণ সম্পন্ন হয়েছে দেশে।কোন রাজ্য কতটা ভ্যাকসিন পাবে, তা ঠিক হয়েছে বৈজ্ঞানিকভাবে'প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের ভ্যাকসিনেশন কর্মসূচির পুরোটাই বিজ্ঞাননির্ভর। টিকা তৈরি করা নিয়েও আমাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। উত্পাদনের সঙ্গে চ্যালেঞ্জ ছিল দেশের সর্বত্র টিকা পৌঁছে দেওয়ার'
নরেন্দ্র মোদি বলেছেন, ‘থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে লড়াই হয়েছে, অনেক বলেছিল, এতে করোনা যাবে? কিন্তু এর ফলে একত্র লড়াইয়ের বার্তা প্রচারিত হয়েছে।'টিকা আমরা এর আগে বাইরে থেকে আমদানি করতাম। তাই অতিমারীর শুরুতে অনেক প্রশ্ন ছিল। ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সেই সমস্ত প্রশ্নের উত্তর।আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে'একশ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য পেয়েছে দেশ। এই সাফল্য গোটা দেশের, দেশবাসীকে এর জন্য অভিনন্দন। ‘কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত

মোদীকে নিশানা বিরোধীদের
প্রসঙ্গত উল্লেখ্য মহামারী কালে একাধিকবার মোদী সরকারকে বিরোধীদের নিশানায় পড়তে হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছিল দেশে তখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল।তীব্র অক্সিজেন সংকট তৈরি হয়েছিল গোটা দেশে। অসংখ্য মানুষেক মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের কারণে অক্সিজেনের অভাবে। ভয়ঙ্কর পরিস্থিতির কারনে দায়ী করা হয়েছিস মোদী সরকারকই। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে অবাধে প্রচার এবংজমায়েতের কারণেই করোনা সংক্রমণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছিল দেশে এমনই অভিযোগ করেছিলেন বিরোধীরা। এমনকী দেশে অক্সিজেনের সংকট নিয়েও মোদী সরকারকে নিশানা করেছিলেন কংগ্রেস, শিবসেনা সহ একাধিক অবিজেপি দল।

টিকাকরণ নিয়ে নিশানা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন করোনা টিকাকরণে ভারতের সাফল্য নজির বিহীন। আর এই সাফল্য সম্ভব হয়েছে কেবল মাত্র দেশে তৈরি করোনা টিকার কারণেই। আগে বাইরে থেেক টিকা নিয়ে আসা হত দেশে। কিন্তু করোনার মত ভয়ঙ্কর মহামারীর মধ্যেও ভারত করোনা টিকা তৈরি করেছে।এবং সেই টিকা ১০০ কোটি দেশবাসীকে দিয়ে বড় সাফল্য পেয়েছে। দেশি ফর্মুলাতেই বাজিমাত করেছে ভারত। গোটা বিশ্বের কাছে যা নজির বিহীন বলে দাবি করেছেনতিনি। প্রসঙ্গত উল্লেখ্য করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে। করোনা টিকার ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছিল। দীর্ঘ লাইন দিয়েও করোনা টিকা পাচ্ছিলেন না সাধারণ মানুষ। এমনকী রাতভর লাইন দিেয়ও করোনা টিকা পাচ্ছিলেন না তাঁরা। এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছিল কংগ্রেস।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সফল ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশে ভাষণে বার্তা দিয়েছেন ১০০ বছর পর করোনার মত একটি মহামারী মোকাবিলায় সফল ভারত। পুরো বিশ্ব আজ ভারতের এই শক্তিকে দেখছে। ভারতের টিকাকরণ অভিযান এক অনন্য অধ্যায়। ভারতের মতো বড় দেশে কীভাবে টিকাকরণ অভিযান চলবে তা নিয়ে জল্পনা ছিল। তবে সেসব ছাপিয়ে ভারত এগিয়ে গিয়েছে। এবং একইসঙ্গে ভিআইপি সংষ্কৃতিকেও পিছনে ঠেলে দেওয়া গিয়েছে। দরিদ্র থেকে বিত্তশালী সকলে একইভাবে টিকা পেয়েছে। এত বড় দেশ, এত জনসংখ্যার দেশে টিকা পৌঁছনো সহজ ছিল না। কোন রাজ্যে কোন জেলায় কোন জেলায় কত টিকা পৌঁছতে হবে তা বিজ্ঞানের ভিত্তিতে ঠিক হয়েছে।