চার ঘন্টা জেরা করেও সন্তুষ্ট নন সমীর ওয়াংখেড়! উত্তর পেতে সোমবার ফের অনন্যাকে তলব করল NCB
ড্রাগ-কাণ্ডে উত্তাল মুম্বই। মুম্বই প্রমোদতরী রেভ পার্টি কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়ে পড়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। আর তাঁকে জেরা করে এনসিবি কর্তাদের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে।
তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল অনন্যা পান্ডের নাম জড়িয়ে যাওয়া। এই মুহূর্তে মুম্বইতে উঠতি নায়িকাদের মধ্যে একজন তিনি। একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। খুব অল্প বয়সে কয়েকশ কোটি টাকার মালিক অনন্যা।
আর তিনি এখন ড্রাগ মামলাতে তদন্তকারীদের স্ক্যানারে।

চার ঘন্টা জেরা
বৃহস্পতিবার হঠাত করেই অনন্যা পান্ডের বাড়িতে হানা দেন এনসিবির আধিকারিকরা। শাহরুখ-পুত্র আরিয়ান খানের সঙ্গে হোয়াটস অ্যাপে ড্রাগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন অন্যান্য। সেই সংক্রান্ত সমস্ত তথ্য এখন তদন্তকারীদের হাতে। আর সেই তথ্য হাতে আসার পরেই অভিনেত্রীকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও তাঁকে জেরা করা হয়। একাধিক বিষয়ে জেরা করা হয়। কিন্তু তাতেও সে ভাবে উত্তর পাওয়া যায়নি বলেই খবর এনসিবি সূত্রে। আর তাই সোমবার ফের একবার তলব করা হয়েছে।

অনন্যাকে জেরা সমীরের
শুক্রবার দফায় দফায় অনন্যাকে জেরা করা হয়। জেরা করেন খোদ সমীর ওয়াংখেড়। তাঁর কেবিনে অনন্যাকে জেরা করা হয় বলে সূত্রের খবর। সূত্র বলছে যতক্ষণ অনন্যাকে জেরা করা হয়েছে ততক্ষণ বাইরে দাঁড়িয়ে দিয়েছিলেন বাবা চাঙ্কি পান্ডে। সমীর ওয়াংখেড় অনন্যাকে একাধিক প্রশ্ন করেন। তদন্তকারী আধিকারিক ভিভি সিং এবং NCB এর এক মহিলা আধিকারিক সেই সময় উপ্সথিত ছিলেন। অন্যদিকে ইতিমধ্যে এনসিবি অনন্যা পান্ডের ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে আসে। সেগুলি এই মাদক কাণ্ডে খতিয়ে দেখা হবে।

একাধিক প্রশ্ন করা হয় অভিনেত্রীকে
ড্রাগ মামলাতে প্রথম তলব করা হয়েছে অনন্যা পান্ডেকে। একাধিক পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করা হয়। সূত্রের খবর আজ শুক্রবার রীতিমত প্রশ্ন সাজিয়ে অহিনেত্রীকে জেরা করেন সমীর ওয়াংখেড়। তথ্য বলছে, ড্রাগ কাদের কাছ থেকে তাঁরা পান সেই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। আরিয়ানের সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাটে তাঁকে মাদক দেওয়ার কথা নাকি জানিয়েছিলেন অনন্যা। প্রত্যেক উৎসবএরর ক্ষেত্রে ড্রাগের দাম কত পড়ে। আরিয়ান খানের সঙ্গে কত দিন ধড়ে ড্রাগ নিচ্ছেন তাঁরা? সেই প্রশ্নও করা হয় অভিনেত্রীকে। শুধু তাই নয়, আরিয়ান ছাড়াও আরও কাদের সঙ্গে ড্রাগ নিতেন? মাদক কারবারিদের কীভাবে টাকা দেওয়া হতো? শুধু তাই নয়, ড্রাগ নেওয়ার সময়ে কোথায় সাপ্লায়ারের সঙে তাঁরা দেখা করতে সেই প্রশ্নও অন্যান্যকে ইজঙ্গাসাবাদ করা হয়। সূত্রের খবর, একাধিক প্রশ্নের উত্তর এরিয়ে গিয়েছেন অনন্যা। আর সেই কারনেই ফের তাঁকে তলব করা হয় বলে জানা যাচ্ছে।