করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী বাংলায়, টেস্ট বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয়
পুজো কাটতেই করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী বাংলায়। করোনার টেস্ট বাড়াতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয়। তবে একটাই আশার আলো তিনদিন পর শুক্রবার করোনা সংক্রমণের হার অনেকটাই কম। এদিন টেস্ট বাড়া সত্ত্বেও গতদিনের তুলনায় করোনা সংক্রমণ কম হয়েছে। করোনা সক্রিয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শুক্রবার করোনা সংক্রমণের হার নেমে ২.১০। ৪০ হাজার টেস্ট হল এদিন, তাতে সংক্রমণ সাড়ে ৮৫০ নিচে। টানা চার দিন করোনা সক্রিয় বাড়ছে বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৪ হাজার ৪৯২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯০৩৩। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ২.১০ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা একটু কমেছে, টেস্টিং গতদিনের তুলনায় বেড়েছে। ফলে সংক্রমণের হার এক লাফে অনেকটাই নেমেছে এদিন।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮৪ হাজার ৪৯২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৭৭ জন। এদিন ৪২ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৯২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫৭ হাজার ৮৮২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ ৪২ হাজার ৪০৮। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৯৩৬০। এদিন টেস্টিং হয়েছে ৪০৩০৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১০ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৫৬৫ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৩৭৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ১৮৬ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭ কোটি ২৯ হাজার ৭০৯ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৮ লক্ষ ৪৪ হাজার ৬৮৮। আর দ্বিতীয় ডোজ ১ কোটি ৯১ লক্ষ ৮৫ হাজার ২১।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২০১৫৭। এদিন ২৪২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৭৮৯৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৪ জন বেড়ে হয়েছে ১০০২৬২। হাওড়ায় আক্রান্ত ৯৮০৮০। এদিন আক্রান্ত হয়েছেন ৭০ জন। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ৮৫৬৫৫ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শুক্রবারের করোনা বুলেটিনে ২০০-র উপরে সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১০০-র উপরে। ১০০ ও ৫০-এর মধ্যে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। ৫০-এর সামান্য নিচে নদিয়ার সংক্রমণ। বাকি সব জেলায় ৩০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন কালিম্পং ও পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৩ জন।
মিলল কিছুটা স্বস্তি, ৫-১১ বছরের শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিন ৯১ শতাংশ কার্যকর