• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৭৮৬ জন, ভ্যাকসিনে মাইলফলক পার করতেই গ্রাফ একনজরে

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মাঝেই গতকাল সুখবর এনে দিয়ে দেশে করোনার ভ্যাকসিনের ডোজে মাইলফলক পার করে গিয়েছে ভারত। ঘটনা ঘিরে উচ্ছ্বসিত টুইটে দেশের চিকিৎসক, বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দেশবাসীর সহযোগিতার ভূয়সী প্রশংসা উঠে আসে নরেন্দ্র মোদীর তরফে। এই পরিস্থিতিতে এদিনও ফের একবার ২০ হাজারের নিচেই রইল দেশের করোনা পরিস্থিতি। একদিকে দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে করোনা বেড়ে যাওয়ার আশঙ্কা অন্যদিকে, দিওয়ালির আগে করোনাকে রোধ করার উদ্যোগ নিয়ে রীতিমতো তৎপর কেন্দ্র। এই পরিস্থিতিতে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৭৮৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৩১ জনের।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৭৮৬ জন, ভ্যাকসিনে মাইলফলক পার করতেই গ্রাফ একনজরে

করোনা আক্রমণের মাঝে দেশে রীতিমতো নেমেছে আক্রান্তের সংখ্যা । হু হু করে কমতির দিকে গিয়েছ এঅ আক্রান্তের দৈনিক সংখ্যা । করোনার দ্বিতীয় স্রোতে যেখানে আক্রান্তের সংখ্যা দৈনিক ৪ লাখের কাছাকাছি তলে গিয়েছিল, সেখানে এদিন শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৫,৭৮৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৩১ জনের। ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যায় আগের তুলনায় কমতি দেখা গেলেও উদ্বেগ থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গ ও শহর কলকাতাকে নিয়ে। দেশের যে ৫ টি রাজ্যে করোনা পরিস্থিতি আপাতত শঙ্কায় রেখেছে দেশকে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। মূলত, মিজোরাম, কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর করোনা অঙ্ক ঘিরে শুরু হয়েছে আতঙ্ক। সেই জায়গা থেকে রীতিমতো উদ্বেগে রয়েছে দেশ। উল্লেখ্য, গতকাল এর রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল ২৬.২ শতাংশ। ২১ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৪৫৪ জন। মৃত্যু হয়েছিল ১৬০ জনের। সেই জায়গা থেকে মডতের সংখ্যা আজ খানিকচা বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতে করোনার মাঝে তৃতীয় স্রোতের আশঙ্কা যখন চরমে তখন পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

এদিকে, ভ্যাকসিনেশনে ১০০ কোটি টিকাকরণের ডোজের মাইলফলক পার করে ফেলেছে দেশ। এদিন সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এদিন নরেন্দ্র মোদী সাফ জানান যে, দেশের মাটিতে ভ্যাকসিন তৈরি করে তা সারা দেশে বিনামূল্যে সঠিক প্রক্রিয়ায় সরবরাহ করা কতটা বড় চ্যালেঞ্জ ছিল। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের দূর দূরান্তে সঠিক প্রক্রিয়ায় সঠিক তাপমাত্রায় ভ্য়াকসনিকে রেখে তা পৌঁছে দেওয়ার ঘটনা নিঃসন্দেহে একটি বড় ইস্যু ছিল আর তা পার করে গিয়েছে ১৩০ কোটির দেশ।

English summary
India reports 15,786 new cases and 231 deaths in the last 24 hours; Active caseload stands at 1,75,745
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X