‘মার খেয়ে নয়, মার দিয়ে মামলা খান, অনুব্রতকে চ্যালেঞ্জ সুকান্তর, পাল্টা কনুই ভাঙার হুঙ্কার কেষ্টর
'মার খেয়ে নয়, মার দিয়ে মামলা খান, পাশে আছে দল। বোলপুরের এক বিচ্চু আছে, তাকে ভয় পাওয়ার কিছু নেই।' অনুব্রতর ডেরায় দাঁড়িয়ে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশে ছিলেন দিলীপ ঘোষ। চ্যালেঞ্জের আবার পাল্টা জবাব দিয়েছেন কেষ্ট। তিনি বলেছেন, 'মার দিতে এলে কনুই ভেঙে যাবে, হাত সোজা রাখতে পারবেন তো?'

অনুব্রতকে চ্যালেঞ্জ সুকান্তর
সদ্য বিজেপি রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার। দলের দায়িত্ব পেয়েই একাধিক জেলায় ঘোরাফেরা করছেন তিনি। বৃহস্পতিবার বোলপুরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের চাঙ্গা করতে সভা করেছেন তিনি। সেই সভাতেই অনুব্রত মণ্ডলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, মার খেয়ে নয়, মার দিয়ে মামলা খান, পাশে আছে দল। বোলপুরের এক বিচ্চু আছে, তাকে ভয় পাওয়ার কিছু নেই।'

পাল্টা হুঙ্কার অনুব্রতর
বিজেপির রাজ্যসভাপতির চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়েছেন অনুব্রত মণ্ডলও। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, মার দিতে এলে কনুই ভেঙে যাবে, হাত সোজা রাখতে পারবেন তো?' প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটে বীরভূম দখলের টার্গেট নিয়েছিল বিজেপি। যোগী আদিত্য নাথ থেকে স্মৃতি ইরানি, এমনকী রাজনাথ সিংও বিজেপির হয়ে বীরভূমে প্রচারে এসেছিলেন। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে রোড শো করেছিলেন সেখানে। কিন্তু তাতেও বিজেপিতে জেতানো যায়নি বীরভূমে। অনুব্রতর ক্যারিশ্মায় সবুজই েথকেছে লালমাটির জেলা।

অনুব্রতর খেলা হবে
একুশের ভোটে অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান এখন জনপ্রিয়তার শীর্ষে। বীরভূমের মাটিতেই জনসভা করতে গিয়ে অনুব্রত মণ্ডল প্রথম খেলা হবে স্লোগান তুলেছিলেন। সেই স্লোগান এখন শোনা যাচ্ছে দিল্লির সংসদ ভবনেও। তৃণমূল কংগ্রেসের স্লোগান হয়ে দাঁড়িয়েছে খেলা হবে। রাজ্যে খেলা হবে দিবল পর্যন্ত পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে ২০২৪-র লোকসভা ভোটে খেলা হবে স্লোগানে শান দিয়েছেন। এবার গোটা দেশে খেলা হবে বলে স্লোগান দিয়েছেন তিনি।

কেষ্টতে কাবু
বিধানসভা ভোটের শুরু থেকেই বিজেপির নজরে ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূল কংগ্রেসের দুঁদে জেলা সভাপতি। দলনেত্রী নিজে যাঁর সঙ্গে যোগাযোগ রাখেন। বীরভূমে এতটাই দাপট কেষ্টর যে বাঘে-গরুতে এক ঘাটে জল খায়। সেই অনুব্রতর গড়ে ভাঙন ধরানোর চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু গেরুয়া শিবির। কিন্তু কিছুতেই ভাঙন ধরাতে পারেননি তিনি।
কাঁকড়ায় ভরা দল, বিজেপির 'ধান্দাবাজগুলির' কথায় কান দেবেন না! মমতার প্রশংসা করে বিস্ফোরক পোস্ট বাবুলের