কাশ্মীরে আরও ফোর্স পাঠাচ্ছে কেন্দ্র, জঙ্গিদের নয়া কৌশল রুখতে সেনার পাল্টা স্ট্র্যাটেজি তৈরি
কাশ্মীরের বাইরে থেকে ভিন রাজ্য থেকে আসা সেখানের পরিযায়ী শ্রমিকদের আলাদা করে চিহ্নিত করে খুন করা শুরু করেছে জঙ্গিরা। এছাড়াও ধর্মীয় ভেদাভেদ ছড়াতে কাশ্মীরে অশান্তির বাতাবরণ তৈরি করে দিতে 'টার্গেটেড কিলিং' কৌশল নিয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা নিজের মতো করে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার জওয়ানরা বীর দর্পে জঙ্গি দমনে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কাশ্মীরে আরও বেশি ফোর্স পাঠাচ্ছে কেন্দ্র।

ভূস্বর্গ উত্তাল
কার্যত ভূস্বর্গ এবার উত্তাল হতে শুরু করে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরে ভিন রাজ্য থেকে আসা নাগরিকদের হত্যা করছে জঙ্গিরা। জানা গিয়েছে পাকিস্তান সীমান্ত পার করে বেশ কয়েকজন জঙ্গি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তাদের কার্যকলাপেই এমন ঘটনা ঘটে গিয়েছে।

সিআরপিএফর আরও ফোর্স যাচ্ছে কাশ্মীরে
জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ-এর একটি নতুন ফোর্স পাঠাচ্ছে কেন্দ্র। জানা গিয়েছে ২৫ কম্পানি ফোর্স সেখানে পাঠানো হচ্ছে।

কীভাবে মোতায়েন হবে?
জানা গিয়েছে, কাশ্মীরে ২৫ কম্পানি ট্রুপ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে।