দরজা বন্ধ হয়েছে একাধিক সোশ্যাল সাইটে, এবার নিজের মিডিয়া হাউস খুলতে চলেছেন ‘অভিমানী’ ট্রাম্প
একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে বারেবারেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া(Socia Media) প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ট্রাম্প। এমনকী কিছুদিন আগেই চিরকালের জন্য টুইটারে বন্ধ হয়েছে ট্রাম্পের দরজা। এমতাবস্থায় এবার নিজের রাস্তা নিজেই তৈরি করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সহজ কথায় এবাপ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আসবে সাংবাদমাধ্যমও।

এদিকে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মালিকানা থাকবে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (Trump Media & Technology Group) নিয়ন্ত্রণাধীন (টিএমটিজি)। বুধবার এমনই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি তিনি সামনের মাসেই চালু করবেন বলে জানা যাচ্ছে। নভেম্বর মাস থেকেই আমন্ত্রিত অতিথিদের জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির বিটা সংস্করণ পাওয়া যাবে। ২০২২ সালের শুরুর দিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পুরোপুরি ভাবে চালুর সম্ভাবনা রয়েছে বলে খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিল কাণ্ডে (Capitol Hill) হিংসায় উৎসাহ জোগানোর অভিযোগে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলি থেকে ট্রাম্পের(Donald Trump) অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়৷ যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেন ট্রাম্প। তবে নতুন যে প্ল্যাটফর্মটি আসছে তাতে সাবস্ক্রিপশন ভিডিও অন-ডিমান্ড সার্ভিস চালু করতে চলেছেন ট্রাম্প। সহজ কথায় ব্যবসায়িক দিকটিও পুরোদস্তুর খেয়াল রাখতে চলেছে ট্রাম্প শিবির।
সূত্রের খবর, \'ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ\' যে সোশ্যাল প্ল্যাটফর্মটা আগামী মাসে সামনে আনতে চলেছে তার নামও ঠিক হয়েছে দিয়েছে। \'ট্রুথ সোশ্যাল\' অ্যাপ (TRUTH Social app) নামেই আত্মপ্রকাশ ঘটবে এই নয়া প্ল্যাটফর্মটির। তবে অন্যান্য সোশ্যাল সাইটের থেকে এটি হবে সামান্য আলাদা। এই প্ল্যাটফর্মে আপাতত চাহিদা অনুযায়ী ভিডিও স্ট্রিমিং করা হবে বলে জানা যাচ্ছে। তবে কোনও ভিডিওই বিনামূল্যে নয়। নিয়মিত সাবস্ক্রিপশন নিতে হবে গ্রাহকদের।
৭০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল জনসংঘ, কেমন ছিল সেখান থেকে আজকের BJP-র যাত্রপথ
এদিকে ট্রাম্পের নতুন মিডিয়া হাউস খোলার খবরে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে গোটা বিশ্বে। পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মতামত। এদিকে ট্রাম্পের নতুন ইনিংসে ফেসবুক-টুইটারের উপর কতটা চটাপ বাড়ে এখন সেটাই দেখার। তবে আগামী বছরের শুরুতে কোন সময় পাকাপাকি ভাবে এই প্ল্যাটফর্মটির লঞ্চ হবে সেই বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি।