ছেলে আরিয়ানের সঙ্গে জেলে দেখা করে কী কথা বললেন শাহরুখ খান
শাহরুখ খান (Sharukh Khan) ৩ অক্টোবর থেকে ছেলে আরিয়ানকে (Aryan) সামনে থেকে দেখেননি। মধ্যে একদিন ভিডিও করলে কথা বলেছিলেন তাঁরা। এরপর ছেলের সঙ্গে দেখা করতে এদিন খুব সকালে আর্থার রোড জেলে পৌঁছে যান কিং খান। সেখানে তিনি ছেলের সামনে আবেগপ্রবণ (Emotional) হয়ে পড়েন বলে সূত্রের খবর। বেশ কিছু প্রশ্ন তিনি করেন ছেলেকে।

ইন্টারকমে বাবা-ছেলের কথা
শাহরুখ খান ছেলে আরিয়ানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করেন। সামনা-সামনি কথা হলেও, তাদের দুজনের মধ্যে ছিল কাঁচের পাঁচিল। দুজনের কথা বলেন ইন্টারকমে। কথা বলার সময় জেলের দুই নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই সাক্ষাতে শাহরুখ প্রায় ১৫ মিনিট সময় কাটান বলে জানা গিয়েছে।

খাবার খাচ্ছে কিনা জিজ্ঞাসা
জেল সূত্রে খবর, শাররুখ খান ইন্টারকমে ছেলে জিজ্ঞাসা করেন খাওয়া-দাওয়া ঠিক মতো করছে কিনা। সেই সময় ছেলে জানায় জেলার খাবার তার ভাল লাগছে না। সেই সময় শাহরুখ নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসা করেন, আরিয়ানকে কোনও করমের বাড়ির খাবার দেওয়া যায় কিনা। জেলরক্ষীরা জবাবে বলে, আদালতের নির্দেশ ছাড়া এব্যাপারে কিছুই করা যাবে না।

৩০ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে
বুধবারই আরিয়ানের আবেদন বিশেষ আদালতে খারিজ হয়ে গিয়েছে। তাঁকে আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে। অন্যদিকে পরিবারের তরফে থেকে বিষয়টি নিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানানো হলে, ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য হয়েছে।

২ অক্টোবর থেকে এনসিবির হাতে আটক
২ অক্টোবর মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে মুম্বই উপকূলে করডেলিয়া ক্রুইজ জাহাজ থেকে আরিয়ান-সহ নয়জনকে আটক করে এনসিবি। একদিন পরে অর্থাৎ ৩ অক্টোবর তাঁদের গ্রেফতার করে এনসিবি।
তদন্তের স্বার্থে এদিন শাহরুখ খানের বাড়ি মন্নতে যায় এনসিবির একটি দল। প্রথমে শারহুরখ খানের বাড়িতে তল্লাশি চালানোর কথা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হলেও এনসিবির তরফ থেকে বলা হয় একটি কাগজ আনতে তারা মন্নতে গিয়েছিলেন। এদিন এনসিবির দল বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বাড়িতে গিয়ে তাঁকে দেখা করার জন্য নোটিশ দেয়। আরিয়ান এবং অনন্যার মধ্যো হোয়াটসঅ্যাপ কথোপকথনের জন্য অনন্যাকে এনসিবি ডেকে পাঠায়। এনসিবির দাবি হোয়াটসঅ্যাপ চাটের মাধ্যমেই মাদকের ব্যাপারে সবাই যোগাযোগ রাখত। এছাড়াও অনন্যার বাড়ি থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্য একাধিক ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করে এনসিবি। এনসিবির তরফে দাবি করা হয়েছে অনন্যা পাণ্ডের সঙ্গে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে আরিয়ানকে। এছাড়াও ওই গ্রুপের বাকি সদস্যরা হল মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্টও রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের আগেই ফের উত্তরবঙ্গ সফরে! ফিরে যাবেন গোয়ায়