আইপিএলে যুক্ত হতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড? কীভাবে তা নিয়ে চর্চা তুঙ্গে
আগামী বছর থেকে আইপিএলে যুক্ত হতে চলেছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। কোন শহর নতুন দুটি দল পাবে সেটি জানা যেতে পারে ২৬ অক্টোবর। তার আগে চলছে নানাবিধ চর্চা। বিসিসিআই সূত্রে খবর, আইপিএলে যুক্ত হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!

ফেরতযোগ্য নয় এমন টেন্ডার ফি দিয়ে আইপিএলের নতুন দুটি দলের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল গত ৩১ অগাস্ট। ১০ লক্ষ টাকা ও জিএসটি-সহ টেন্ডার ফি-র মাধ্যমে আইটিটি (Invitation To Tender) ডকুমেন্ট সংগ্রহ করে দরপত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছিল ৫ অক্টোবর। পরে তা বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়।
Four fantastic tons, all-round performances, excellent fielding efforts & @ChennaiIPL clinching the title for the 4⃣th time. 👏 👏
— IndianPremierLeague (@IPL) October 18, 2021
We take a look at the top moments from what has been a thrilling #VIVOIPL 2021. 👍 👍
Watch 🎥 🔽
জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকদের আইপিএলের দল কিনতে আগ্রহ দেখানোও এই সময়সীমা বাড়ানোর অন্যতম কারণ। ইপিএলের ঐতিহ্যশালী ক্লাবের বর্তমান মালিকানা যে মার্কিনদের হাতে রয়েছে সেই গ্লেজার ফ্যামিলি আইটিটি ডকুমেন্ট তুলেছিল। দরপত্র তোলার যোগ্য হতে অন্যতম যে শর্তটি ছিল তা হল, কোনও সংস্থার টার্নওভার ৩০০০ কোটি টাকা হতে হবে অথবা ব্যক্তিগতভাবে কারও ২৫০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি থাকতে হবে। পরে অবশ্য অ্যাভারেজ টার্নওভারের শর্তে কিছুটা নমনীয় হয় বিসিসিআই সম্ভাব্য বিডারদের কাছ থেকে অনুরোধ আসায়। বিদেশিরা যদি আইপিএলে দল কেনে তাহলে তাদের ভারতে কোম্পানি গঠন করা বাধ্যতামূলক এই শর্তও দেওয়া ছিল।
Say HELLO to #VIVOIPL 2021 CHAMPIONS 🏆🏆🏆🏆#CSKvKKR | #Final | @ChennaiIPL pic.twitter.com/1tnq5C6m2F
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
বিডিং টেবিলে ম্যান ইউ কর্ণধাররা শেষমেশ অংশ নেবেন কিনা তা স্পষ্ট না হলেও তাঁরা যে আইপিএলে দল কিনতে আগ্রহ দেখিয়েছেন সেটা নিশ্চিত। অন্যান্য যে সংস্থাগুলি দরপত্র তুলেছে তারা হল আদানি গ্রুপ, টোরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া, জিন্দাল স্টিল, উদ্যোগপতি রনি স্ক্রুওয়ালা ও তিনটি প্রাইভেট ইক্যুইটি সংস্থা। তবে দরপত্র তোলা মানেই যে দল কিনতে আগ্রহ দেখানো সেটাও ঠিক নয় বলেই মত অনেকের। কারও মতে, দরপত্র দেখে বিসিসিআইয়ের পরিকল্পনা সম্পর্কে আঁচ পেয়ে নিজেদের ব্যবসা সেই মতো সাজানোর জন্যও দরপত্র কেনা অন্যতম কৌশল। আমেদাবাদ, লখনউ দৌড়ে এগিয়ে থাকলেও গুয়াহাটি, কটক, ধরমশালা বা ইন্দোরও নতুন দল পেতে পারে আইপিএলে। আমেদাবাদ একটি দল যে পাচ্ছে লগ্নিকারীদের আগ্রহ দেখে সেই ইঙ্গিত মিলতে শুরু করেছে। এর মধ্যে আরপিএসজি গ্রুপ আইপিএলে দল কিনেছিল। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দলে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি, স্টিভ স্মিথরা। ফের আইপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করল এই সংস্থা।