• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ICC T20 WC: টি ২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে অঘটন নামিবিয়ার! ডেভিড উইসের দাপটে আবু ধাবিতে নয়া রেকর্ড

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে অঘটন ঘটাল নামিবিয়া। আজ আবু ধাবিতে প্রথম রাউন্ডের গ্রুপ এ-র ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে। এক ওভার বাকি থাকতে ৬ উইকেটে জয়। দুরন্ত অল-রাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ডেভিড উইসে। বিশ্বকাপের আসরে নামিবিয়ার এটিই প্রথম জয়। তবে আয়ারল্যান্ড আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার টুয়েলভে যাওয়ার আশা জিইয়ে থাকবে নামিবিয়ার।

নয়া নজির গড়ে নেদারল্যান্ডসকে হারিয়ে অঘটন নামিবিয়ার

(ছবি- ডেভিড উইসের ইনস্টাগ্রাম)

টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে পিটার সিলারের দল ৪ উইকেটে ১৬৪ রান তোলে। ৫৬ বলে সর্বাধিক ৭০ রান করেন ম্যাক ও'ডাউড। ৬টি চার ও একটি ছয় রয়েছে তাঁর ইনিংসে। কলিন অ্যাকারম্যান ৩২ বলে ৩৫ রান করেন। ১১ বলে ২১ করে অপরাজিত থাকেন স্কট এডওয়ার্ডস। জ্যান ফ্রিলিঙ্ক চার ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। ডেভিড উইসে ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে একটি উইকেট পান।

জবাবে খেলতে নেমে চার উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া। ৮.২ ওভারে ৫২ রানের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে নামিবিয়াকে সহজ জয় এনে দিল অধিনায়ক জেরার্ড এরাসমাস ও ডেভিড উইসের অনবদ্য পার্টনারশিপ। তাঁরা চতুর্থ উইকেট জুটিতে ৮.৩ ওভারে ৯৩ রান যোগ করেন। ২২ বলে ৩২ করে আউট হন এরাসমাস। ৪০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন উইসে। চারটি চার ও পাঁচটি ছক্কা দিয়ে সাজানো তাঁর ইনিংস। আবু ধাবিতে টি ২০ আন্তর্জাতিকে এটিই সর্বাধিক রান তাড়া করে জয়। ম্যাচের সেরা হয়েছেন উইসে।

এই জয়ের ফলে নামিবিয়ার ২ ম্যাচে ২ পয়েন্ট হল। নেদারল্যান্ডস এখনও কোনও ম্যাচ জিততে পারেনি। নামিবিয়া পয়েন্ট তালিকায় রয়েছে তিনে। নেট রান রেট মাইনাস (-) ১.১৬৩। নেদারল্যান্ডসের নেট রান রেট মাইনাস (-) ১.২৪০। নেদারল্যান্ডসের সুপার টুয়েলভে ওঠা এখন জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে। শেষ ম্যাচে ডাচদের জিততেই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে আয়ারল্যান্ড যেন আজ শ্রীলঙ্কা ও শুক্রবার নামিবিয়াকে হারিয়ে দেয়। ড্রিঙ্কস ব্রেকের ঠিক আগে দশম ওভারে ১৬ রান এসে যাওয়াতেই রান তাড়া করা সহজ হয়ে যায় বলে জানিয়েছেন উইসে। নামিবিয়া শুক্রবার খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। নেদারল্যান্ডস ওইদিনই মুখোমুখি হবে শ্রীলঙ্কার। তার আগে গ্রুপ বি থেকে কারা সুপার টুয়েলভে যাবে সেটা পরিষ্কার হয়ে যাবে আগামীকালই। বাংলাদেশ খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। অপর ম্যাচে মুখোমুখি হবে ওমান-স্কটল্যান্ড।

English summary
Namibia Have Stunned Netherlands By Highest Successful Run Chase In T20Is In Abu Dhabi. David Wiese Has Been Named Man Of The Match For His Allround Performance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X