ICC T20 WC: আয়ারল্যান্ডকে দুরমুশ করে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কা, ডাচদের বিদায়
টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় শ্রীলঙ্কার। এদিন আবু ধাবিতে দাসুন শনকার দল জিতল ৭০ রানে, পৌঁছে গেল সুপার টুয়েলভে। তাও টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ বলের মধ্যে ৮ রানে ৩ উইকেট হারানোর পর। ব্যাট হাতে ৪৭ বলে ৭১ রানের ইনিংস খেলার পর বল হাতে ১২ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা ওয়ানিন্দু হাসারঙ্গা। শ্রীলঙ্কার এই জয়ের ফলে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস।

আজ প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় সামলে ৭ উইকেটে ১৭১ রান তোলে শ্রীলঙ্কা। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭১ রান করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৬১ রান করেন পাথুম নিসঙ্কা। দাসুন শনকা ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। জশ লিটল চার ওভারে ২৩ রানের বিনিময়ে চার উইকেট নেন। মার্ক অ্যাডার দুটি ও পল স্টার্লিং একটি উইকেট পান। জবাবে খেলতে নেমে ১৮.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ৩৯ বলে ৪১ রান করেন। কার্টিস ক্যাম্ফার আউট হন ২৪ রানে। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। মহীশ থিক্ষণা ১৭ রানে তিনটি উইকেট দখল করেন। চামিকা করুণারত্নে ও লাহিরু কুমারা দুটি করে উইকেট নেন।
Theekshana continues his rich vein of form 👊
— T20 World Cup (@T20WorldCup) October 20, 2021
He dismisses the dangerous Paul Stirling for 7.#T20WorldCup | #SLvIRE | https://t.co/xgqgWxHLwY pic.twitter.com/bKmtZeeNuz
এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট হল শ্রীলঙ্কার। আয়ারল্যান্ড ও নামিবিয়া ২ ম্যাচে ২ পয়েন্ট করে পেয়েছে। আয়ারল্যান্ড নেট রান রেটে নামিবিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার সামনে নেদারল্যান্ডস। নামিবিয়া ও আয়ারল্যান্ড ম্যাচ যে জিতবে তারাই পৌঁছে যাবে সুপার টুয়েলভে।
Another one for Lahiru Kumara ☝️
— T20 World Cup (@T20WorldCup) October 20, 2021
Skipper Balbirnie's fighting knock of 41 comes to an end.#T20WorldCup | #SLvIRE | https://t.co/xgqgWxHLwY pic.twitter.com/H6xtNANBTc
পুরুষদের টি ২০ আন্তর্জাতিকে শ্রীলঙ্কাই প্রথম দল হিসেবে এদিন ১০ রানের কমে তিন উইকেট হারানোর পরও দেড়শোর উপর রান করল। ৮ রানে প্রথম তিন উইকেট পড়ে গিয়েছিল দাসুন শনকার দলের। সেখান থেকে ২০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ১৭১ রান। এর আগে পানামা ৮ রানে ৩ উইকেট হারিয়ে মেক্সিকোর বিরুদ্ধে ৬ উইকেটে ১৪৮ রান করেছিল। সেই রেকর্ড এদিন ভেঙে দিল শ্রীলঙ্কা। এই প্রথম টি ২০ আন্তর্জাতিকে শ্রীলঙ্কা আট রানের মধ্যে প্রথম তিন উইকেট হারায়। ২০০৭ সালে অস্ট্রেলিয়া ও ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১ রানে ৩ উইকেট পড়েছিল শ্রীলঙ্কার।
Sri Lanka are through to the Super 12 stage 💪#T20WorldCup | #SLvIRE | https://t.co/xgqgWxHLwY pic.twitter.com/oE9rPQSUsr
— T20 World Cup (@T20WorldCup) October 20, 2021
২০১০ সালে স্কটল্যান্ডের তিন উইকেট ৬ রানে তুলে নিয়েছিল আয়ারল্যান্ড। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন আইরিশরা প্রথম তিন উইকেট ফেলল ৮ রানের মধ্যে। চতুর্থ উইকেট জুটিতে এদিন পাথুম নিসঙ্কা ও ওয়ানিন্দু হাসারঙ্গা ১২৩ রান যোগ করেন। টি ২০ বিশ্বকাপে চতুর্থ উইকেট জুটিতে এটিই সর্বাধিক রানের পার্টনারশিপ, টি ২০ আন্তর্জাতিকে চতুর্থ উইকেটে তৃতীয় শতরানের পার্টনারশিপ। ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের মিসবা উল হক ও শোয়েব মালিক শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েছিলেন।