• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

টি ২০ বিশ্বকাপে ৩ ক্রিকেটারের প্রত্যেকেই খেলেছেন দুটি দেশের হয়ে, আজ আবার কারা মুখোমুখি জানেন?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আজ আবু ধাবিতে মুখোমুখি নেদারল্যান্ডস ও নামিবিয়া। এই ম্যাচেই ঘটল বিরল ঘটনা। দুই দলেই এমন একজন করে ক্রিকেটার রয়েছেন যাঁরা আগে অন্য দেশের হয়ে টি ২০ বিশ্বকাপে খেলেছেন। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র তিন। তার মধ্যে এবারের বিশ্বকাপে রয়েছেন রোওলফ ফান দার মারউই ও ডেভিড উইসে। আজকের ম্যাচে ব্যাট হাতে মারউই ৬ রান করলেও দুরন্ত অর্ধশতরান করেছেন উইসে।

টি ২০ বিশ্বকাপে ৩ ক্রিকেটার খেলেছেন দুটি দেশের হয়ে

টি ২০ বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অবশ্য দুটি দেশের প্রতিনিধিত্ব করার নজির গড়েন ডার্ক ন্যানেস। ন্যানেসের বাবা-মা নেদারল্যান্ডসের, কিন্তু তাঁরা পরে স্থায়ীভাবে বসবাস করেন অস্ট্রেলিয়ায়। ফলে ন্যানেসের ডাচ পাসপোর্টও রয়েছে। ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপে ডার্ক ন্যানেসকে দলে রেখেছিল নেদারল্যান্ডস। তবে অস্ট্রেলিয়া দলে ঠাঁই হয়নি। ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ বিশ্বকাপের ম্যাচ খেলেন বাঁহাতি পেসার ন্যানেস। এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল নেদারল্যান্ডস। পরের বছর ওয়েস্ট ইন্ডিজে হয় টি ২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমে ১৪টি উইকেট দখল করে সর্বাধিক উইকেটশিকারী হন ডার্ক ন্যানেস।

রোওলফ ফান দার মারউই এবার টি ২০ বিশ্বকাপ খেলছেন নেদারল্যান্ডসের হয়ে। ২০০৯ সালে টি ২০ আন্তর্জাতিকে তাঁর অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার হয়ে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১০ সালের টি ২০ বিশ্বকাপে প্রোটিয়াদের দলেও ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক কেরিয়ার বাঁচাতে তিনি নেদারল্যান্ডসের হয়ে খেলার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকেন। ২০১৫ সালে তাঁর হাতে আসে ডাচ পাসপোর্ট। তাতেই নেদারল্যান্ডসের হয়ে খেলার রাস্তা সুগম হয়ে যায়। ২০১৬ সালের পর চলতি টি ২০ বিশ্বকাপেও নেদারল্যান্ডসের হয়ে খেলছেন ফান দার মারউই।

বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি ২০ বিশ্বকাপে দুটি দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করলেন ডেভিড উইসে। ২০১৬ সালে তাঁর টি ২০ আন্তর্জাতিক অভিষেক দক্ষিণ আফ্রিকার হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে। জায়গা করে নেন টি ২০ বিশ্বকাপের দলেও। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রোটিয়াদের হয়ে তিনি খেলেন। ডেভিড উইসের বাবার জন্ম নামিবিয়ায়। সেই সুবাদে তিনিও নামিবিয়ার হয়ে ক্রিকেট খেলার সুযোগ পান। এবারের বিশ্বকাপে ডেভিড উইসে খেলছেন নামিবিয়ার হয়ে

English summary
Dirk Nannes, Roelof van der Merwe And David Wiese Represent Two Different Contries In T20 World Cup. Roelof van der Merwe And David Wiese Playing Against Each Other Today In Netherlands vs Namibia Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X