উত্তর প্রদেশেও মহিলা ভোটাররাই টার্গেট! নতুন ছক সাজিয়ে ফেলেছে কংগ্রেস
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে নতুন স্ট্র্যাটেজিতে শান দিচ্ছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন ৪০ শতাংশ টিকিট এবার মহিলাদের দেওয়া হবে। উত্তর প্রদেশের নির্বাচনে মহিলা ভোটারদের টার্গেট করেই এগোচ্ছে কংগ্রেস। মহিলা ভোটারদের সামনে রেখেই এগোচ্ছে কংগ্রেস। সেকারণেই মহিলাদেরই সিংহভাগ টিকিট দিতে চাইছে কংগ্রেস। প্রার্থী হতে চাইলে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করুন। বার্তা প্রিয়াঙ্কা গান্ধীর

উত্তর প্রদেশ নির্বাচন
হাতে মাত্র কয়েকটা মাত্র মাস। তারপরেই উত্তর প্রদেশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রচারও সেরে ফেলেছেন তিনি। আলিগড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে প্রচার েসরেছেন মোদী। পশ্চিমবঙ্গের নির্বাচনের মতোই উত্তর প্রদেশের বিধানসভা ভোটের দিকে গোটা দেশের নজর থাকে। এই উত্তর প্রদেশের বিধানসভা ভোটই ২০২৪ সালের লোকসভা ভোটের অ্যাসিড টেস্ট হতে চলেছে।

টার্গেট মহিলা ভোটাররা
এবার উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে নতুন সমীকরণে এগোচ্ছে কংগ্রেস। প্রথম থেকেই মহিলা ভোটারদের টার্গেট করেছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী নিজে ঘোষণা করেছেন উত্তর প্রদেশের ভোটে এবার ৪০ শতাংশ টিকিট মহিলা প্রার্থীদের দেওয়া হবে। বিধানসভা নির্বাচনে মহিলাদের অংশগ্রহন সর্বাধিক করার কথা বলেছেন তিনি। সূত্রের খবর কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে মহিলাদের হাতে ২০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেবে। এমনকী রান্নার গ্যাস দেওয়ার কথাও বলবে।

মহিলাদের এগিয়ে আসার বার্তা
কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, বিজেপি সরকার মহিলাদের উন্নয়নে কিছু করেনি রাজ্যে। উন্নাওয়ে িনর্যািততাকে পুড়িয়া মারা হয়েছে। হাথরাসেও বিচার পাননি নির্যাতিতা। লখিমপুর খেরিতেও বিচার পাননি সন্তানহারা মায়েরা। এই ভাবে চলতে দেওয়া যাবে না। বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মহিলাদেরই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন একমাত্র মহিলারা রাজনীতিতে সক্রিয় ভাবে অংশ নিলেই দেশের উন্নয়ন সম্ভব। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।

টিকিট পেতে আবেদন করুন
প্রকাশ্যেই প্রিয়াঙ্কা গান্ধী আবেদন করেছেন যাঁরা প্রার্থী হতে চান তাঁরা সরাসরি আবেদন করুন। ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করুন। তিনি নিজে সেই আবেদন পত্র খতিয়ে দেখে টিকিট বাছাই করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন আবেদন খতিয়ে দেখে তিনি ৫০ শতাংশ টিকিট মহিলা প্রার্থীদের দেবেন বলে জানিয়ছেন। বিহাের বিধানসভা ভোটে বিজেপি মহিলা ভোটারদের টার্গেট করেইএগিয়েছিল। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটেও মহিলা ভোটারদের টার্গেট করেই যদ্ধ জয় করেছিল বিজেপি।