• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২৫ বছরে প্রথমবার ফোর্বসের ৪০০ ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়লেন ডোনাল্ড ট্রাম্প

Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্টের পদে বহু বছর ধরে আসীন হয়ে একাধিক সিদ্ধান্ত নিয়ে খবরের শিরোনাম কেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকের এই ধনকুবের পদ থেকে বেরিয়ে গিয়েও ফের খবরে। মার্কিন মসনদ খোয়ানোর পর এবার ফোর্বসের ৪০০ জন ধনীর তালিকা থেকেও বাদ পড়ে গেল ডোনাল্ড ট্রাম্পের নাম। ২৫ বছরে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোটিপতি ধনকুবেরের সঙ্গে এই ঘটনা ঘটল। স্বভাবতই এই ঘটনা কেড়েছে খবরের শিরোনাম।

আর কত মার্কিন ডলার থাকলে তালিকায় জায়গা পেতেন ট্রাম্প?

আর কত মার্কিন ডলার থাকলে তালিকায় জায়গা পেতেন ট্রাম্প?

ফোর্বসের যে ৪০০ জন ধনীর তালিকা দেওয়া হয়েছে, তাতে ট্রাম্পের নাম ২০২১ সালে বাদ গিয়েছে। ২০২০ সালে সবচেয়ে ধনী ৪০০ জনের তালিকায় থেকে ট্রাম্প ৩৩৯ নম্বর জায়গাটি দখল করেন। তবে ২০২১ সালে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের জন্য পিছিয়ে যান, ট্রাম্প।

 ট্রাম্প সাম্রাজ্য

ট্রাম্প সাম্রাজ্য

২.৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ,ডোনাল্ড ট্রাম্প ৭৫ বছর বয়সে কার্যত আমেরিকা থেকে শুরু করে বিশ্বের এক তাবড় ব্যক্তিত্ব হিসাবে নিজের পরিচিতি গড়েছেন। কেবল ধনী ব্যক্তিই নন, তিনি রাজনৈতিক পরিসরেও একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তবে করোনার মহামারী পরিস্থিতিতে কার্যত বহু গুণে ধসে যায় ট্রাম্পের অর্থ। আর তাঁর বাণিজ্যিক সাম্রাজ্যে ধসের সময়ের কিছু পরই তিনি মার্কিন মসনদ থেকেও সরে যেতে বাধ্য হন নির্বাচনে হেরে গিয়ে। এরপর আরও এক ধাক্কা ফোবর্সের তালিকা ঘিরে পেলেন ট্রাম্প।

সুযোগ পেয়েও হাতছাড়া ট্রাম্পের

সুযোগ পেয়েও হাতছাড়া ট্রাম্পের

উল্লেখ্য, নিজের বাণিজ্যিক কলেবর আরও বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুযোগ ছিল ডোনাল্ড ট্রাম্পের। রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সময় সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নেওয়া নিয়ে বহু সুযোগ ছিল ট্রাম্পের কাছে। তবে সেই বছর ছিল মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, যার প্রার্থী ছিলেন স্বয়ং মার্কিন মুলুকের এই ধনকুবের। সেই সময় ফেডারাল এথিক্স অফিশিয়ালরা ট্রাম্পকে সম্পত্তি তাঁর রিয়েল এস্টেটেটর ব্যবসা বিক্রির পরামর্শ দিচ্ছিলেন। তাহলে সম্ভবত ট্রাম্পের আর্থিক পরিস্থিতি বর্তমানে আরও ভালো হতে পারত। তবে তা হয়নি, কারণ ট্রাম্প সেই সময় বিপথে সিদ্ধান্ত নেন। বিক্রি করেননি রিয়েল এস্টেট।

ফোর্বসের তালিকা ও ট্রাম্প

ফোর্বসের তালিকা ও ট্রাম্প

উল্লেখ্য, ফোর্বসের তালিকা থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া যেমন একটি খবর, তেমনই ৪.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পন্ন বহু আমেরিকানরাই এবারের তালিকায় জায়গা করেছেন, যাঁদের মধ্যে অনেকের মুখই নতুন। ২০০৭ সালের পর ৪০০ জন ধনী আমেরিকান ব্যক্তিত্বের তালিকায় এই প্রথমবার সবচেয়ে বেশি সংখ্যক নকুন মুখ দেখা গিয়েছে। ৪৪ জন নতুন মুখ এবারে ফোর্বসেতর ৪০০ জন ধনীর তালিকায় রয়েছেন।

English summary
Donald Trump missing out of Forbes list of 400 richest Americans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X