• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে দেওয়া হল না রবার্টকে, লখিমপুরে রাহুলকে যাওয়ার অনুমতি দিল না যোগীর পুলিশ

Google Oneindia Bengali News

ভেস্তে যেতে পারে রাহুল গান্ধীর লখিমপুর যাওয়ার পরিকল্পনা। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দলকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিল না উত্তর প্রদেশ পুলিশ। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে রাখা হয়েছে সীতাপুরের গেস্ট হাউসে। সেখানে যেতে বাধা দেওয়া হয় তার স্বামী রবার্ট ভডরাকে। উত্তর প্রদেশ পুলিশ তাঁকে সীতাপুর পৌঁছনোর আগেই আটকে দেয়।

রাহুলকে অনুমতি দিল না পুলিশ

রাহুলকে অনুমতি দিল না পুলিশ

আজ উত্তর প্রদেশের লখিমপুরে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল লখিমপুরে গিয়ে সেখানকার কৃষকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই সব পরিকল্পনা ভেস্তে দিল উত্তর প্রদেশ পুলিশ। উত্তর প্রদেশ পুলিশ তাঁকে অনুমতি দেয়নি। যদিও উত্তর প্রদেশ পুলিশের অনুমতি না পেলেও রাহুল গান্ধী কর্মসূচি বাতিল করেননি বলে সূত্রের খবর।

 রবার্ট ভদ্রকে আটকে দেওয়া হল

রবার্ট ভদ্রকে আটকে দেওয়া হল

রবার্ট ভদ্রকে আটকে দেওয়া হল সীতাপুর পৌঁছনোর আগেই। দেখা করতে দেওয়া হল না প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। গত পরশু থেকে সীতাপুরে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রেখেছে উত্তর প্রদেশ পুলিশ। প্রথমে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে রাখা হয়। গতকাল তাঁকে গ্রেফতার করে সীতাপুর গেস্টহাউসে অস্থায়ী জেল তৈরি করে আটকে রাখা গয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন তাঁকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকী উত্তর প্রদেশ পুলিশ তাঁকে এফআইআরের কপিও দেখায়নি।

লখিমপুরে উত্তেজনা

লখিমপুরে উত্তেজনা

আজও উত্তেজনা রয়েছে লখিমপুরে। বিক্ষুব্ধ কৃষকরা বারবার দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলেকে গ্রেফতারের দাবি জানিয়েেছন তাঁরা। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে লখিমপুরে। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি। তবে তাঁর ছেলে সেই গাড়িতে ছিল না। যদিও উত্তর প্রদেশ পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

 বেসুরো বরুণ গান্ধী

বেসুরো বরুণ গান্ধী

লখিমপুর কাণ্ডে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বরুণ গান্ধী। তিনি বলেছেন পুলিশের উচিত ভিডিও দেখে দোষীদের গ্রেফতার করা। বরুণ গান্ধী এই নিয়ে যোগী সরকারকে নিশানা করেছেন। তাঁকে চিঠি লিখে জানিয়েছেন পদক্ষেপ করার কথা। হঠাৎ করে বরুণ গান্ধীর এই পদক্ষেপে অনেকেই জল্পনা শুরু করেছেন। বিজেপি সাংসদ হয়েও যোগী সরকারের সমালোচনা করছেন বরুণ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Lakhimpur update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X