Weather for Durga Puja: পুজোর আবহাওয়ায় অসুর বৃষ্টি, অষ্টমী থেকে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা
একদিকে মহালয়া হয়ে গিয়েছে, অন্যদিকে মৌসুমী বায়ু এদিনই বিদায় নিতে শুরু করে উত্তর-পশ্চিম ভারত থেকে। কিন্তু বাংলা থেকে বর্ষা বিদায়ের কোনও তারিখ জানাতে পারেনি আবহাওয়া দফতর (Weather office) । যদিও এদিন বিকেলে জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, বাংলার কোনও কোনও জায়গায় পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি।

আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি
এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত এখনও অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে। অন্যদিকে, ১০ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগরের ওপরে। যা পশ্চিম উত্তর -পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। পরবর্তী ৪-৫ দিনে তার উত্তর উপকূল কর্নাটক এবং দক্ষিণ ওড়িশায় সক্রিয়তা দেখাতে পারে।

দক্ষিণবঙ্গের পুজোর আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৬-৮ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ৯ -১২ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া ভাল থাকারই সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুবই কম। তবে ১৩ থেকে ১৫ অক্টোবর অর্থাৎ মহাষ্টমী থেকে বিজয়া দশমীর মধ্যে শক্তিশালী দক্ষিণপূর্ব বায়ুর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উপকূলের জেলাগুলি বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের পুজোর আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬-৮ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আর ৯-১৫ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া ভাল থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। সেই পরিস্থিতিতে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আপাততভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পুজোয় ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে কলকাতা ও আশপাশের এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৮)
বালুরঘাট (৩২.২)
বাঁকুড়া (৩৩.৩)
ব্যারাকপুর (৩৩)
বহরমপুর (৩৫.৪)
বর্ধমান (৩৫)
ক্যানিং (৩৪)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (১৮.২)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৪.৭)
মালদহ (৩২.৩)
পানাগড় (৩৩.৩)
পুরুলিয়া (৩৩.৭)
শিলিগুড়ি (৩১)
শ্রীনিকেতন (৩২.২)