টি ২০ বিশ্বকাপের আগে চোট সমস্যায় ভারত, কেকেআর স্পিনারের বদলে কি দলে যুজবেন্দ্র চাহাল?
ঈশান কিষাণ ব্যাট হাতে ফর্মে ফিরে আশ্বস্ত করলেও টি ২০ বিশ্বকাপের আগে ফের চিন্তায় ভারত। হার্দিক পাণ্ডিয়া এখনও বোলিং করেননি আইপিএলে। হার্দিকের মতোই সূর্যকুমার যাদবও ব্যাট হাতে চেনা ছন্দে নেই। এই অবস্থায় চিন্তা বাড়াচ্ছে বরুণ চক্রবর্তীর চোট। তামিলনাড়ুর এই স্পিনার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো ফর্মে থাকলেও হঠাৎ তাঁকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিসিসিআই সূত্রে খবর, বরুণ চক্রবর্তী হাঁটুর চোট নিয়েই আইপিএলে খেলে যাচ্ছেন। ১০ অক্টোবরের পর বিশ্বকাপের দলে আর পরিবর্তন করা যাবে না। ফলে তার আগেই বরুণকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। বরুণ যাতে ২৪ অক্টোবর পাকিস্তান ম্যাচে খেলতে পারেন তা নিশ্চিত করতে তাঁর চোটের শুশ্রূষার ব্যাপারে সর্বক্ষণ নজর রাখছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। তবে যেটুকু জানা গিয়েছে তাতে বরুণের হাঁটুর চোটের অবস্থা বেশ খারাপ। তাঁর পায়ে ভালোই যন্ত্রণা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁকে বিশ্বকাপের দলে রেখে দেওয়া বড় ঝুঁকির হয়ে যেতে পারে বলেই মনে করছেন বিসিসিআই কর্তারা। তাঁর ব্যথা কমানোর দিকে এখন নজর দেওয়া হচ্ছে। তবে হাঁটুর এই চোট সারাতে বেশ কয়েকদিনের রিহ্যাব জরুরি বলেই মনে করা হচ্ছে।

আইপিএলে ১৩টি ম্যাচে কেকেআরের হয়ে ১৫টি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। কৃপণ বোলিং করে বিপক্ষ ব্যাটারদের উপর চাপও বাড়াচ্ছেন। তিনি ফিট থাকলে টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির বড় অস্ত্র হয়ে ওঠার মতো সমস্ত গুণই রয়েছে বরুণের। কিন্তু চিন্তা বাড়াচ্ছে তাঁর চোট। কেকেআরের মেডিক্যাল টিম বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই চলছে। বরুণের জন্য স্ট্রেংথ ও কন্ডিশনিং চার্ট তৈরি করা হয়েছে। তাঁর ইনজুরি ম্যানেজমেন্টের অঙ্গ হিসেবে। আইপিএলের ম্যাচে পুরো ওভার বল করতে বরুণকে এখন ইঞ্জেকশন নিয়েও নামতে হচ্ছে।

ব্যথা নিবারণের ইঞ্জেকশন কিছুক্ষণের জন্য যন্ত্রণা কমালেও বরুণের চলাফেরায় তাঁর যন্ত্রণাকাতর অবস্থা নজর এড়াচ্ছে না অনেকেরই। বরুণকে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতেও নিষেধ করা হয়েছে। তিনি কোথায় ফিল্ডিং করবেন তাও ঠিক করে দেওয়া হয়েছে আগে থেকেই। কিন্তু টি ২০ বিশ্বকাপে এটা কতটা সঠিক পথ তা নিয়ে সংশয় থাকছেই। বরুণের চোটের কথা মাথায় রেখে তাঁকে শর্ট ফাইন লেগে দাঁড় করানোর পরিকল্পনাও রয়েছে। আশিস নেহরার মতো ফিল্ডার হিসেবে যাঁরা ভালো নন, তাঁদের ধোনি এই পজিশনে রেখেও অনেক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ফলে ধোনি মেন্টর হিসেবেও বরুণের ক্ষেত্রে এমন পন্থা অবলম্বন করতে পারেন। বিসিসিআই মেডিক্যাল টিম যদি মনে করে বরুণকে বিশ্বকাপের দলে রাখা ঠিক হবে না, তাহলে দরজা খুলে যেতে পারে আইপিএলে দুরন্ত ছন্দে থাকা যুজবেন্দ্র চাহালের জন্য। হরভজন সিংও মনে করছেন, শেষ মুহূর্তে চাহাল বিশ্বকাপের দলে আসতে পারেন।