• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উপস্থিত ছিল না ছেলে, চালক ভারসাম্য হারিয়ে কৃষকদের পিষে দেয়, লখিমপুর নিয়ে মুখ খুললেন অজয় মিশ্র

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনায় চারজন কৃষক সহ আটজনের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। প্রসঙ্গত, এই অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধেই কৃষকদের পিষে মেরে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার অজয় মিশ্র এই ঘটনা নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন যে গাড়ির চালক আহত হওয়ার দরুণ গাড়ির ভারসাম্য হারিয়ে যায় এবং ঘটনাস্থলে থাকা কয়েকজনকে পিষে দেয়।

আশিষ মিশ্র উপস্থিত ছিলেন না ঘটনাস্থলে

আশিষ মিশ্র উপস্থিত ছিলেন না ঘটনাস্থলে

অজয় মিশ্র তাঁর বিবৃতি পুনরাবৃত্তি করে জানিয়েছেন যে তাঁর ছেলে আশিষ মিশ্র গাড়িতে উপস্থিত ছিলেন না এবং তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেন। অন্যদিকে, আশিষ মিশ্র নিজেও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন। অজয় মিশ্র সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ‘‌আমার ছেলে সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন না। গাড়ির ওপর যখন হামলা করা হয় সেই সময় গাড়ির চালক আহত হয়ে পড়ে। এই ঘটনার পর গাড়িটি তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সেখানে থাকা কয়েকজনকে পিষে দেয়। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। এই ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে।'‌

এফআইআর দায়ের

এফআইআর দায়ের

উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে লখিমপুর খিরির ঘটনা নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে, যেখানে আশিষ মিশ্র ও অন্যান্যদের অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, জোরে গাড়ি চালানো, হিংসা সহ অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও এফআইআরে অজয় মিশ্রের নাম নেই। কৃষকদের উদ্দেশ্যে অজয় মিশ্রের অডিও নিয়ে প্রশ্ন প্রসঙ্গে তিনি জানান যে পুরো অডিও চালানো হয়নি এবং তিনি কৃষকদের বিরুদ্ধে কোনও আপত্তিকর শব্দ ব্যবহার করেননি।

খলিস্তানী উপাদান পাওয়া গিয়েছে

খলিস্তানী উপাদান পাওয়া গিয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‌পুরো অডিওটি চালানো হয়নি। আমি কোনও আপত্তিকর শব্দ কৃষকদের বিরুদ্ধে বলিনি। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে আমার ভাষণের একটি অংশ চালানো হয়েছে। কৃষকদের মধ্যে কিছু দুষ্কৃতী উপস্থিত ছিল তারাই একমাত্র এই ঘটনার পেছনে দায়ী।'‌ তিনি এও অভিযোগ করেন যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে খালিস্তানী উপাদান পাওয়া গিয়েছে এবং ভিন্দ্রানওয়ালেতে পোস্টার লাগানো হয়েছে।

 বিজেপি সমন পাঠায়নি, দাবি মন্ত্রীর

বিজেপি সমন পাঠায়নি, দাবি মন্ত্রীর

এই ঘটনার পর থেকে শোনা গিয়েছিল যে বিজেপি অজয় মিশ্রকে সমন পাঠিয়েছে, যদিও এ ধরনের দাবি একেবারেই অস্বীকার করেন অজয় মিশ্র। শুধু তিনি এটা জানিয়েছেন যে তিনি দিল্লি যাচ্ছেন কিছু কাজের জন্য। অজয় মিশ্র বলেন, ‘‌বিজেপি দলের হাই কম্যান্ডের পক্ষ থেকে আমায় কোনও সমন পাঠানো হয়নি। আমর কিছু কাজ রয়েছে তার জন্য আজ বা কাল আমাকে দিল্লি যেতে হতে পারে।'‌

পদত্যাগ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী

পদত্যাগ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে লখিমপুর খিরির ঘটনার সঙ্গে তাঁর ছেলে আশিষ মিশ্রের যদি একটুও যোগ পাওয়া যায় তবে তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করবেন। অজয় মিশ্র বলেন, ‘‌লখিমপুর খিরির ঘটনার সময় আমার ছেলের যোগ যদি এক শতাংশও পাওয়া যায় তবে আমি পদত্যাগ করব।'‌ ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে আটক করা হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের বেশ কিছু নেতাকে এবং গৃহবন্দী করে রাখা হয় অখিলেশ যাদবকে। ক্রমশঃ উত্তপ্ত হয়ে উঠছে লখিমপুর খিরির ঘটনা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
State Minister for Home Affairs Ajay Mishra has claimed that his son Ashish Misra was not present in the car in the Lakhimpur Kheri incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X