• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

IPL 2021: ফের বিরাট-কেন দ্বৈরথ! আবু ধাবিতে সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের পর এই প্রথমবার বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দ্বৈরথ। কেনের সানরাইজার্সের কাছে বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষার, সম্মানরক্ষারও। আর বিরাট কোহলির আরসিবি আজ বড় ব্যবধানে জিততে মরিয়া প্লে অফে প্রথম দুই দলের একটি হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। দুই দলই আজ অপরিবর্তিত।

আবু ধাবিতে সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির

আজকের ম্যাচে আরসিবি জিতলে সেটি হবে আইপিএলে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির শততম জয়। দুই দলের দ্বৈরথে ১৯টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে সানরাইজার্স। ৯টিতে আরসিবি, একটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল। তবে শেষ পাঁচটি সাক্ষাতে আরসিবি জিতেছে তিনবার। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে আরসিবি ১০ রানে সানরাইজার্সকে হারালেও ফিরতি সাক্ষাতে অরেঞ্জ আর্মি জেতে ৫ উইকেটে। এলিমিনেটরেও বিরাটদের হারিয়েছিল সানরাইজার্স। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে আরসিবি জিতেছিল ৬ রানে।

সানরাইজার্স হায়দরাবাদ আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে, ১২টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জেতায়। তবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজকের ম্যাচে জিতে প্রথম দুইয়ে থাকার আশা জিইয়ে রাখতে চাইবে। আজ জিতলে ১৩ ম্যাচে বিরাটদেরও পয়েন্ট হবে চেন্নাই সুপার কিংসের মতো ১৮। তবে নেট রান রেটে আজ কিছুটা পিছিয়ে থাকবেন বিরাটরা। সেক্ষেত্রে আগামীকাল পাঞ্জাব কিংসের কাছে যদি সিএসকে হেরে যায় তাহলে শেষ ম্যাচ জিতলেই আরসিবি নিশ্চিত করে ফেলতে পারবে প্রথম দুটির মধ্যে যে কোনও একটি স্থান। আর সিএসকে কাল জিতে গেলে এবং দিল্লি ক্যাপিটালসও শেষ ম্যাচে জিতে গেলে বিরাটদের তিন নম্বর স্থানেই সন্তুষ্ট থাকতে হবে। যদি দিল্লি, চেন্নাই ও আরসিবির পয়েন্ট ১৪ ম্যাচে ২০-তেই দাঁড়িয়ে থাকে তাহলে নেট রান রেট ভালো থাকায় সিএসকেই শীর্ষস্থানে থাকবে। দিল্লির সঙ্গে নেট রান রেটের টক্করে এগিয়ে থাকা দলই নিশ্চিত করবে দ্বিতীয় স্থান। লিগ পর্যায়ের শেষ ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষও বিরাটের আরসিবি। প্লে অফের প্রথম দুটি জায়গা দখলের গুরুত্ব এটাই, প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও সেই দলের সামনে ফাইনালে যাওয়ার একটি সুযোগ থাকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, শ্রীকার ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, জর্জ গার্টন, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ

সানরাইজার্স হায়দরাবাদ- জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, উমরান মালিক

1
50857
1
4-2021

English summary
RCB Captain Virat Kohli Has Won The Toss And Elected To Bowl First Against Sunrisers Hyderabad In Abu Dhabi. In Their Previous Meeting In IPL 2021 RCB Have Won The Match By 6 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X