মার্কিন সফরে ৫ সিইও, বাইডেন-হ্যারিস সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসবেন মোদী, ভারতীয় সময় অনুযায়ী সফরসূচি
পর পর ৫ জন সিইওর সঙ্গে মার্কিন সফরে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। এছাড়াও তাঁর বৈঠকের তালিকায় রয়েছেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা। কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্যাঁয়তারা ও লাদাখ ইস্যুতে চিনের আগ্রাসনের মাঝেই যেখানে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগে বিশ্ব, সেখানে এই প্রেক্ষাপটকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করবেন মোদী। এছাড়াও কোয়াডভূক্ত দেশের নেতাদের সঙ্গে রয়েছে তাঁর বৈঠক, বক্তব্য রাখবেন রাষ্ট্রসংঘের সাধারণ সভায়। একনজরে দেখে নেওয়া যাক, মার্কিন যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদীর শিডিউল ভারতীয় সময় অনুযায়ী।


বৃহস্পতিবার মোদীর শিডিউল
ভারতীয় সময় সন্ধ্যে ৭ টা ১৫ মিনিট নাগাদ নরেন্দ্র মোদী ২৩ সেপ্টেম্বর কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আর অ্যামনের সঙ্গে বৈঠক করবেন। প্রযুক্তি বিষয়ে এই সংস্থার নাম বিশ্বব্যাপী রয়েছে। এরপর ভারতীয় সময় সাতটা ৩৫ মিনিটে অ্যাডবের চেয়ারম্যান শান্তনু নারায়ণের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী। এই সংস্থাও প্রযুক্তি দুনিয়ার বড় নাম। সন্ধ্যে ৭ :৫৫ মিনিটে ফার্স্ট সোলারের সিইও মার্ক উইডমারের সঙ্গে বৈঠক করবেন মোদী। এই সংস্থা সোলার প্যানেল তৈরিতে বিশ্বসেরা। এরপর ভারতীয় সময় সন্ধ্যে ৮ টা ১৫ মিনিট নাগাদ জেনারেল অ্যাটোমিক্সের সিইও বিবেক লালের সঙ্গে দেখা করবেন মোদী। এই সংস্থা একটি গবেষণাধর্মী সংস্থা।

আরও হাইপ্রোফাইল বৈঠক
পরে ২৩ সেপ্টেম্বর রয়েছে আরও একটি হাই প্রোফাইল মিটিং। এদিন ভারতীয় সময় রাত ১১ টা নাগাদ রয়েছে অস্ট্রেলিয়ান প্রধান মন্ত্রী স্কট মরিসের সঙ্গে মোদীর বৈঠক। দক্ষিণ চিন সাগরে যেখানে চিনের দাপট ক্রমেই উদ্বেগের বিষয় হচ্ছে সংলগ্ন দেশগুলির কাছে, সেখানে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে, ব্ল্যাকস্টোন সংস্থার সিইও স্টিফেন স্কোয়ার্জমের সঙ্গে ভারতীয় সময় রাত সাড়ে ৮ টা নাগাদ বৈঠকে বসবেন মোদী।

শুক্রবারের শিডিউল
ভারতীয় সময় রাত ১২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আমেরিকার সময় দুপুর ৩:১৫ মিনিট নাগাদ হবে বৈঠক। ভারতীয় বংশোদ্ভূত কমলার সঙ্গে মোদীর বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ এশিয়া। এশিয়ার কূটনৈতিক মহল এই বৈঠককে ঘিরে রীতিমতো উৎসাহী। এদিন এই বৈঠকের আগে ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠক এক ঘণ্টা ধরে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও সেদিন রাত সাড়ে এগারোটা নাগাদ কোয়াডভূক্ত দেশের সদস্যদের সঙ্গে একটি বৈঠকে উপস্থিত থাকবেন মোদী। এর পরই ভারতীয় সময় রাত ৩ টে নাগাদ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে বৈঠক করবেন মোদী।

শনিবারের শিডিউল
শনিবার ২৫ সেপ্টেম্বর বহু প্রতিক্ষীত রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন মোদী। আফগানিস্তান পরিস্থিতির মাঝে এই বৈঠক রীতিমতো কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকে করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন বিষয়ে আলোচনা রাখা হয়েছে। সাম্প্রতিক ইউকের ভ্যাকসিন নীতি নিয়ে দিল্লির সাফ বক্তব্যের পর মোদী এই বৈঠকে কী বলেন , সেদিকে তাকিয়ে গোটা দেশ। এরপর সেদিন অর্থাৎ ভারতীয় সময় ২৫ সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় বক্তব্য রাখবেন মোদী। অন্যদিকে, রাত ৯ টা ১৫ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা হবে মোদীর বিমান। ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় তা ভারতে এসে পৌঁছবে।