অনিয়মের দায়ে কড়া শাস্তির দোরগোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী প্রাক্তন অল রাউন্ডার
নিয়মভঙ্গের দায়ে বড় শাস্তির কোপ নেমে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী প্রাক্তন অল রাউন্ডার মারলন স্যামুয়েলস। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র দুর্নীতি বিরোধী চারটি কোড লঙ্ঘন করার অভিযোগ দায়ের হয়েছে। আমিরশাহী ক্রিকেট বোর্ডের বক্তব্য ও দায়ের করা তথ্য-প্রমাণের প্রেক্ষিতে অভিযোগটি দায়ের করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে আইসিসি-র দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘনের চারটে অভিযোগ জমা পড়েছে। আমিরশাহীতে টি২০ লিগ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এই ভুল করেছেন বলে জানানো হয়েছে। সর্বপ্রথম ২.৪.২ আর্টিকেলর কথা উল্লেখ করেছে আইসিসি। যেখানে কোনও ব্যক্তি বা সংস্থার কাছ থেকে অনৈতিকভাবে উপহার, পেমেন্ট ও সুবিধা নেওয়ার কথা বলা হয়েছে। ২.৪.৩ আর্টিকেল অনুযায়ী কোনও ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ৭৫০ মার্কিন ডলারের বেশি সুবিধা নেওয়া।
মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে ২.৪.৬ এবং ২.৪.৭ আর্টিকেলেও অনিয়মের অভিযোগ দায়ের হয়েছে। এই চার অভিযোগের প্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল রাউন্ডারকে জবাবদিহি করতে বলা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের মধ্যে স্যামুয়েলসকে জবাব দিতে বলেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এ ইস্যুতে তাদের তরফে আর কোনও কথা খরচ করা হবে না বলেও জানিয়েছে আইসিসি।
২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন মারলন স্যামুয়েলস। ২০১৮ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টেস্ট, ২০৭টি ওয়ান ডে ও ৬৭টি টি২০ ম্যাচ খেলেছেন প্রাক্তন অল রাউন্ডার। আন্তজার্তিক কেরিয়ারে ১১১৩৪ রান করার পাশাপাশি ১৫২ উইকেটও নিয়েছেন স্যামুয়েলস। ওয়ান ডে এবং টি২০তে দেশের হয়ে তিনি যথাক্রমে ৫৬০৬ ও ১৬১১ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই ক্রিকেটার। দেশকে ঘরের মাঠে ২০১২ সালের টি২০ বিশ্বকাপও উপহার দেওয়া প্রাক্তন অল রাউন্ডারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ক্রিকেট প্রেমীদের অবাক করেছে।
মারলন স্যামুয়েলসের এই পরিণতি সম্পর্কে আইসিসি-র তরফে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবগত করা হয়েছে। যার সত্যতা স্বীকারও করেছে কাইরন পোলার্ডের ক্রিকেট বোর্ড। সঙ্গে এও জানানো হয়েছে যে এ ব্যাপার বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন হওয়ায় এ ব্যাপারে আর কোনও মন্তব্য করতে রাজি হয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।