IPL 2021 : করোনা আতঙ্কে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে শুরু হতে চলেছে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই দলের লক্ষ্য বলে জানালেন অভিজ্ঞ নেতা। শিশির পড়ার সম্ভাবনা থাকায় রাতে মাঠের আউট ফিল্ড স্লো হয়ে যেতে পারে। পিচও মন্থর হয়ে যেতে পারে বলে মনে করেন উইলিয়ামসন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদে কেঁপে ওঠে সানরাইজার্স হায়দরাবাদ। দলের বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভল আসতেই আতঙ্ক ছড়ায়। তাঁর সংস্পর্শে আসা হায়দরাবাদ দলের অল রাউন্ডার বিজয় শংকর সহ আরও ছয় জন সদস্যকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে পাঠানো হয়। অর্থাৎ আজকের ম্যাচে নামতে পারছেন না নটরাজন ও বিজয়। ইংল্যান্ডের বিধ্বংসী উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকেও আইপিএলের দ্বিতীয় পর্বে পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ। ফলে আজ ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামবেন বাংলা তথা ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। নটরাজনের পরিবর্তে আজ উইলিয়ামসন শিবিরে সুযোগ পেয়েছেন খলিল আহমেদ। খেলছেন কেদার যাদব, জেসন হোল্ডারের মতো অভিজ্ঞ অল রাউন্ডাররা। প্লে-অফে পৌঁছতে এখান থেকে সবকটি ম্যাচ জিততেই হবে কেন উইলিয়ামসনের দলকে।
অন্যদিকে আইপিএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা দিল্লি ক্যাপিটালস আজ সর্বশক্তি নিয়ে মাঠে নামছে। চার বছর পর ভারতের টি২০ দলে সুযোগ এবং বিশ্বকাপ খেলতে চলা অভিজ্ঞ রবিচন্দ্রণ অশ্বিনের দিকে বিশেষ নজর থাকবে দেশের ক্রিকেট প্রেমীদের। চোট সারিয়ে বাইশ গজে ফেরা শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটালসের শক্তি বাড়াবে। ইনফর্ম শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঋষভ পন্থ, কাগিসো রাবাডাদের কীভাবে সামলায় সানরাইজার্স হায়দরাবাদ, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। নজর থাকবে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক আবেশ খান। রথী-মহারথীদের ভিড়ে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ এবং বিধ্বংসী স্টিভ স্মিথের।
দুই দলের প্রথম একাদশ
সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কেদার যাদব, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।
দিল্লি ক্যাপিটালস : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, আনরিখ নরকিয়া।