• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

IPL Live Update : সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে লড়াকু সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ফাস্ট বোলার টি নটরাজনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে মোকাবিলা থেকে ছিটকে যেতে হয়েছে। তাঁর সংস্পর্শে আসার দরুণ অল রাউন্ডার বিজয় শংকরকেও আজকের ম্যাচে পাবে না সানরাইজার্স হায়দরাবাদ। ফলে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চলা দিল্লি ক্যাপিটালস যে কেন উইলিয়ামসনের দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচে লাইভ আপডেট দেখে নিন।

Newest First Oldest First
10:57 PM, 22 Sep
ছক্কা হাঁকায়ি ম্যাচ জেতালেন শ্রেয়স আইয়ার।
10:56 PM, 22 Sep
ম্যাচ জিততে আর ২ রান করতে হবে দিল্লি ক্যাপিটালসকে।
10:55 PM, 22 Sep
পরপর চার মেরে দলকে জয়ের দোরগোড়ায় দাঁড় করালেন দিল্লি অধিনায়ক ঋষভ।
10:50 PM, 22 Sep
চালিয়ে খেলছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। জয়ের আরও কাছে দিল্লি ক্যাপিটালস।
10:44 PM, 22 Sep
চলতি আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন শিখর ধাওয়ান।
10:43 PM, 22 Sep
ভুবনেশ্বর কুমারকে ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ।
10:42 PM, 22 Sep
১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৯৯/২।
10:35 PM, 22 Sep
৭ রান করে অপরাজিত রয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ।
10:35 PM, 22 Sep
৩২ বলে ৩৬ রান করে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার।
10:34 PM, 22 Sep
১৪ ওভার শেষে দিল্লির স্কোর ৯৬/২।
10:32 PM, 22 Sep
ধীরে ধীরে জয়ের পথে এগোচ্ছে দিল্লি ক্যাপিটালস। হাত খুলছেন শ্রেয়স আইয়ার।
10:25 PM, 22 Sep
ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ।
10:25 PM, 22 Sep
১২ ওভার শেষে দিল্লির স্কোর ৮০/২।
10:18 PM, 22 Sep
মারমুখী মেজাজে ব্যাটিং করে ৪২ রানে আউট হলেন শিখর ধাওয়ান।
10:05 PM, 22 Sep
৮ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫১/১। ৩২ রানে ব্যাটিং করছেন শিখর ধাওয়ান।
9:55 PM, 22 Sep
৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩৯/১।
9:53 PM, 22 Sep
চালিয়ে খেলছেন শিখর ধাওয়ান। রশিদ খানকে ছক্কা হাঁকালেন গব্বর।
9:46 PM, 22 Sep
৪ ওভার শেষে দিল্লি ক্য়াপিটালসের স্কোর ২৭/১।
9:41 PM, 22 Sep
৩ ওভার শেষে দিল্লির স্কোর ২০/১।
9:40 PM, 22 Sep
পৃথ্বী শ-র উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। ৮ বলে ১১ রান করে আউট হলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার।
9:35 PM, 22 Sep
২ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১২/০।
9:31 PM, 22 Sep
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ওভার বল করলেন খলিল আহমেদ। দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪/০।
9:13 PM, 22 Sep
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।
9:10 PM, 22 Sep
রান আউট হলেন রশিদ খান। ২টি চার ও একটি ছক্কা সহ ১৯ বলে ২২ রান আসে তাঁর ব্যাট থেকে।
9:04 PM, 22 Sep
কাগিসো রাবাডাকে ছক্কা হাঁকালেন রশিদ খান।
9:03 PM, 22 Sep
রানের গতি বাড়িয়ে কাগিসো রাবাডার বলে আউট হলেন আব্দুল সামাদ। ২৮ করলেন কাশ্মীরের তরুণ ব্যাটসম্যান।
8:47 PM, 22 Sep
কেদার যাদবের পদাঙ্ক অনুসরণ করে সাজঘরে ফিরলেন জেসন হোল্ডার (১০)।
8:35 PM, 22 Sep
আনরিখ নরকিয়ার বলে আউট হলেন কেদার যাদব (৩)।
8:23 PM, 22 Sep
কাগিসো রাবাডার বলে আউট হলেন মনীশ পাণ্ডে (১৭)।
8:20 PM, 22 Sep
১০ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৬১/৩।
READ MORE

English summary
IPL Live Update : Delhi Capitals to face Sunrisers Hyderabad in a very important match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X