|
বিরাট কোহলির টুইট
মাঠে কতটা আগ্রাসী হতে পারেন বিরাট কোহলি, তা লর্ডস টেস্টে টের পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ব্যাট হাতে সেভাবে সফল না হলেও সতীর্থদের ওপর হওয়া অপমানের জবাব দিতে যে তিনি পিছপা নন, তা দেখিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই উত্তপ্ত আবহেই হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে মাঠে নেমে অনুশীলনের পাশাপাশি সমানতালে শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন বিরাট। এ সংক্রান্ত এক ভিডিও ভারত অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, কঠিন পরিশ্রমের কোনও বিকল্প হয় না। যা নেটিজেনদের মন জয় করেছে।
কেবল খেলায় মন দিতে চান রুট
লর্ডস টেস্টে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথার যুদ্ধ ও গরমাগরমিতে জড়িয়ে ইংল্যান্ডের খেলোয়াড়রা যে নিজেদের ফোকাস থেকে বেরিয়ে গিয়েছিলেন, তা স্বীকার করে নিয়েছেন জো রুট। তারই প্রেক্ষিতে ইংল্যান্ড দলের নেতা আশ্বাস দিয়েছেন যে হেডিংলেতে তাঁরা কেবল ক্রিকেটেই মন দেবেন। মাঠে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে আর কোনও অশান্তি বা ঝামেলায় তাঁরা জড়াবেন না বলেও জানিয়েছেন রুট। তাঁর বক্তব্য, লর্ডস টেস্ট থেকে তাঁদের শিক্ষা হয়েছে। হেডিংলে টেস্ট না জিতলে যে তাঁদের পক্ষে সিরিজে ভেসে থাকা মুশকিল হবে, তাও মেনে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তাই আপাতত ক্রিকেটীয় মেজাজে তাঁরা ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন জো রুট। নটিংহ্যাম ও লর্ডসে শতরান করা ব্রিটিশ অধিনায়ক তৃতীয় টেস্টেও পারফরম্যান্সের ধারা ধরে রাখতে চান।
মাঠে ভারত-ইংল্যান্ড গরমাগরমি
লর্ডস টেস্টে জেমস অ্যান্ডারসনের হেলমেটে বল আঘাত করা নিয়ে ভারত ও ইংল্যান্ড শিবিরের ক্রিকেটারদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা ম্যাচের পঞ্চম দিনে চরম আকার নেয়। ভারতের অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নামলে পারফরম্যান্সের থেকে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে বেশি জড়িয়ে পড়েছিলেন জস বাটলাররা। তার সুবিধা পেয়ে গিয়েছিলেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। এরপর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে এলে মাঠে ভারতীয় ক্রিকেটারদের তীব্র স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছিল। সেদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন ছিল দেখার মতো। সেই আবহে হেডিংলেতেও লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তবে ইংল্যান্ড যে সুর নরম করেই মাঠে নামবেন, তা বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক জো রুট।
হেডিংলেতে তৃতীয় টেস্ট
আগামী বুধবার অর্থাৎ ২৫ অগাস্ট থেকে হে়ডিংলেতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু হবে। লডর্স টেস্টে জাঁকিয়ে বসেও ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট দলকে ভুগিয়েছে ব্যাটিং বিপর্যয়। একই সঙ্গে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে জেমস অ্যান্ডারসন, জস বাটলার, অলি রবিনসনরা যে পরিকল্পনামাফিক পারফরম্যান্স করতে পারেননি, তা মেনে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এই অবস্থায় জেতা ছাড়া কোনও উপায়ও নেই ইংল্যান্ডের কাছে। তৃতীয় টেস্ট ড্র হলে বা ভারত জিতে গেলে ব্রিটিশদের পক্ষে সিরিজে ফিরে আসা মুশকিল হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারই মধ্যে চোট-আঘাত যে হোম টিমকে আরও ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।