WBCS প্রিলিম উত্তরপত্রে বলা হল স্বাস্থ্যসাথী প্রকল্পে অর্ধেক টাকা দেয় কেন্দ্র

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ২০২১ WBCS প্রিলিমিনারি পরীক্ষার৷ প্রথমে প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবার বিতর্ক তৈরি হল উত্তর নিয়েও৷ পরীক্ষার ২দিন পর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা ওএমআর উত্তরপত্রে এমন কিছু বিষয়কে সঠিক বলে চিহ্নিত করা হল যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷

পরীক্ষার্থীরা যাতে নকল করতে না পারেন তাই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় A B C এবং D এই চারটি সেটে প্রশ্নপত্র হয়। চারটি সেটে প্রশ্ন একই থাকলেও প্রশ্নের দাগ নম্বর আলাদা করে দেওয়া হয়৷ যাতে পাশের জনের ওএমআর সিট দেখে অপরজন নকল করতে না পারে। পরীক্ষার শেষ হওয়ার ৬ -৭ ঘন্টা পর ওয়ানইন্ডিয়াবাংলার হাতে WBCS২০২১ এর সেট D প্রশ্নপত্র আসে৷ সেই সময় তুলে ধরা হয়েছিল কিভাবে বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প স্থান পেয়েছিল পরীক্ষাপত্রে। ওই প্রশ্নপত্রে (সেট D) এর ১১৮ নম্বর প্রশ্ন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, 'পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বিমা প্রিমিয়ামে কত শতাংশ রাজ্য সরকার বহন করে?'

এর উত্তরে চারটি অপশন ছিল৷ A- ৫০ শতাংশ, B- ৭৫ শতাংশ, C- ১০০ শতাংশ এবং D- উপরের কোনটিই নয়। পশ্চিমবঙ্গ PSC-র দেওয়া উত্তরপত্রে সেট D এর ১১৮ নং প্রশ্নের সঠিক উত্তর বলা হয়েছে 'A' এর দাগটিকে৷ অর্থাৎ WBPSC এর মতে স্বাস্থ্যসাথী প্রকল্পে মাত্র ৫০ শতাংশ টাকা রাজ্য দেয়৷ বাকি ৫০ শতাংশ তাহলে কে দেয়? যদিও এর উত্তর সরাসরি নেই উত্তরপত্রে। তবে স্বাস্থ্য বিষয়টি সংবিধানের যুগ্মতালিকাভুক্ত বিষয়৷ তাই সাধারণত স্বাস্থ্যখাতে কেন্দ্র ও রাজ্য মিলিত ব্যয়ে প্রকল্প নিয়ে থাকে৷ তাই প্রশ্ন উঠছে এতদিন যে তৃণমূল নেত্রী দাবি করে এলেন স্বাস্থ্যসাথী রাজ্যের তৃণমূল সরকারের প্রকল্প। এবং এর ১০০ টাকা রাজ্যই দেয়! মুখ্যমন্ত্রীর এই দাবিকে কী ভুল বলে মনে করছে PSC? প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও এই উত্তরপত্র নিজেদের অফিসিয়াল ওয়েব সাইটে আপলোড করার পরই PSC-র পক্ষ থেকে জানানো হয়েছে কোনও উত্তর নিয়ে বিতর্ক থাকলে তাঁদের জানাতে, তাঁরা উত্তরপত্র রিভিউ করে আবার পোস্ট করবে। যদিও এবারের WBCS প্রিলিম পরীক্ষা নিয়ে রাজনৈতিক চাপান উতর শুরু হয়ে গিয়েছে৷ বিজেপির কোর কমিটির সদস্য ডঃ অনিবার্ণ গাঙ্গুলি এ নিয়ে ওয়ানইন্ডিয়াবাংলাকে বলেন, 'এই প্রশ্নপত্র নিশ্চয় তোপসিয়ার তৃণমূল ভবনে তৈরি হয়েছে৷ তাই এই অবস্থা৷

More WBCS News  

Read more about:
English summary
New controversy in WBCS prelims exam,50 percent of the money for the Sathasathi project is from the center, mentioned in the answer sheet
Story first published: Tuesday, August 24, 2021, 15:33 [IST]