বঙ্গপোসাগর কেঁপে উঠল ভূমিকম্পে, প্রবল আতঙ্ক উপকূলের বহু এলাকায়

এ যেন ফের একবার সুনামির স্মৃতি নিয়ে এল। এদিন বঙ্গোপসাগরের বুকে রিখটার স্কেলে ৫.১ কম্পনের মাত্রা নিয়ে আছড়ে পড়ে প্রবল ভূমিকম্প। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক নেমে আসে চেন্নাইয়ের বুকে। সেখানেও কম্পনের অনুভূতি প্রবল মাত্রায় হয়েছে। তামাম চেন্নাই ও তামিলনাড়ু জুড়ে এই মুহূর্তে প্রবল সতর্কতা রয়েছে এই ভবমিকম্পের কারণে।

বঙ্গোপসাগরে কম্পন

চেন্নাই থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে এদিন প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। মূলত এর আগে বঙ্গোপসাগর ঘিরে বহু সময়ই ঝড় বা সাইক্লোনের মতো প্রাকৃতিক বিপর্যয় নেমে আসার ঘটনা দেখা গিয়েছে। যারফলে বাংলার বুকে বহু সময়ই প্রবল দুর্যোগ নেমে আসতে দেখা গিয়েছে। তবে এবার সাগরের বুকে কম্পনের ঘটনায় রীতিমতো আতঙ্কে উপকূলবর্তী বহু এলাকা।

আতঙ্কে চেন্নাই

এদিকে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে প্রবল আতঙ্কে রয়েছে চেন্নাই। সেখানে দুপুর গড়াতেই আচমকা এমন ভূমিকম্পে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। জানা গিয়েছে , এদিনবেলা সাড়ে বারোটা নাগাদ যে ভূমিকম্প হয়েছে , তার গভীরতা ১০ কিলোমিটার পর্যন্ত। তবে এমন কম্পনে সেভাবে কোনও প্রাথমিক ক্ষয়ক্ষতির কথা জানা যায় নি। এদিকে , চেন্নাইতে আপাতত প্রবল ঝড় ও বৃষ্টির তাণ্ডব দেখা দিতে শুরু করেছে। গত কয়েকদিনে সেখানে আবহাওয়া বেশ বৃষ্টিমুখর ছিল। তার সঙ্গেই এই প্রবল ভূমিকম্প রীতিমতো আতঙ্কের সঞ্চার করেছে।

কখন ঘটেছে বিপত্তি?

জানা গিয়েছে এদিন বেলা ১২:৩৫ মিনিট নাগাদ চেন্নাই উপকূলে এমন কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের দিকে। অন্ধ্রপ্রদেশের উপকূলে বঙ্গোপসাগরের এলাকায় এই কম্পনের এপিসেন্টার ছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ২৯৬ কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগরের এক এলাকায় এই চরম বিপত্তি ঘটে যায়।

সুনামি সতর্কতা নেই

এদিনের ভূমিকম্পের জেরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রবলভাবে উদ্বেগ-বিধ্বস্ত হয়েছে এই এলাকাগুলি। তবে এখনও পর্যন্ত এই এলাকায় কোনও রকমের সুনামি সতর্কতা জারি হয়নি। ফলে সুনামি আতঙ্ক সেভাবে গ্রাস না করলেও, রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এমন ভূমিকম্প ঘিরে। জল্পনা চড়ছে যে ভূমিকম্পের আফটার শক কতটা প্রভাব ফেলবে এমন ঘটনার পর, তা নিয়ে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More BAY OF BENGAL News  

Read more about:
English summary
Earthquake in Bay of Bengal. Tremors felt in the sea.