টোকিও প্যারালিম্পিক শুরুর আগে ভারতীয় শিবিরে করোনার আতঙ্কে পতাকা বাহকের নাম পরিবর্তন

টোকিও প্যারালিম্পিক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ভারতীয় শিবিরে করোনা ভাইরাসের আতঙ্ক থাবা বসালো। বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হল দলের পাঁচ সদস্যকে। এই ঘটনার জেরে প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহকের নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে ভারতীয় শিবির। আজ কাকে তেরেঙা হাতে ফ্ল্যাগ মার্চে অংশ নিতে দেখা যাবে, তা জেনে নিন।

মারিয়াপ্পানের পরিবর্তে টেক চাঁদ

প্রথমে ঠিক ছিল টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা হাতে শুরুতে দেখা যাবে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে। টোকিও পৌঁছে এক কোভিড ১৯ আক্রান্তের সংস্পর্শে আসায় তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে আরও চার ভারতীয় দলের সদস্যকে অনির্দিষ্টকালের জন্য নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে খবর। পরিবর্তে প্যারা জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙা হাতে উপস্থিত থাকতে দেখা যাবে।

শেফ দে মিশনের বার্তা

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন টোকিওগামী ভারতীয় প্যারা-অ্যাথলিট দলের ডেপুটি শেফ দে মিশন আরহান বাগাতি। ওই ভিডিওতে করোনা সংক্রান্ত আপডেট দিতে দেখা গিয়েছে দলের শেফ দে মিশন গুরশরণ সিংকে। তিনি জানিয়েছেন যে থাঙ্গাভেলু সহ ভারতীয় প্যারা-অ্যাথলিট দলের মোট পাঁচ সদস্য করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। আপাতত অনির্দিষ্টকালের জন্য তাঁরা দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন না বলে উদ্যোক্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও ভারতীয় দলের ওই পাঁচ সদস্য কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর। কেবল সতর্কতা অবলম্বনের জন্যই এই পদক্ষেপ।

ভারতের সম্ভাবনা

টোকিওয় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারালিম্পিক। ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিতে চলেছেন। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। তবে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। সেই আশায় বুক বেঁধেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ১৯৬৮ সালের প্যারালিম্পিকে চারটি সোনা সহ মোট ১২টি পদক জিতেছিল ভারত। এবার সেই রেকর্ড পিছিয়ে পড়তে পারে বলে দেশের ক্রীড়া মহলের ধারণা।

ছবি সৌজন্যে টুইটার

টোকিওয় ভারতীয় অ্যাথলিটরা

আজ সন্ধ্যায় শুরু হচ্ছে প্যারালিম্পিক। তার আগে মঙ্গলবার সকালে টোকিও পৌঁছেছে ভারতীয় প্যারা-অ্যাথলিটদের একটা বড় দল। মনীশ নারওয়াল, দীপেন্দ্র সিং, সিংরাজ, দীপক সাইনি, সিদ্ধার্থ বাবু, রাহুল ঝাকর, রুবিনা ফ্রান্সিস সহ শুটার, তিরন্দাজ, সাঁতারু, জ্যাভলিন থ্রোয়ারদের ১৭ জনের জন জাপানের রাজধানীতে পৌঁছে গিয়েছে। তাঁদের সফলতা কামনা করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি থেকে অন্যান্য রথী-মহারথীরা।

More PARALYMPICS News  

Read more about:
English summary
Tek Chand named India's new flag bearer for Tokyo Paralympics opening ceremony
Story first published: Tuesday, August 24, 2021, 13:06 [IST]