জঙ্গিদের পরিচয় নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক মহলে
প্রসঙ্গত উল্লেখ্য, কাবুলে আটকে থাকা নিজ দেশের নাগরিকদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই পুরোদমে মাঠে নেমেছে একাধিক দেশ। সেনা সহ পাঠানো হচ্ছে একাধিক উদ্ধারকারী বিমান। বর্তমানে সেই উদ্দেশ্যেই কাবুলে রওনা হয়েছিল ইউক্রেনের একটি বিমান। কাবুলে আটকে থাকা ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতেই মূলত সেদেশে বিমান পাঠিয়েছিল ইউক্রেন সরকার। কিন্তু আচমকাই সেই বিমান অপহরণ করল অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। মঙ্গলবার এই খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।
তালিবানিরা দায় স্বীকার না করায় ঘনাচ্ছে রহস্য
তবে এখনও পর্যন্ত তালিবানেরা সরাসরি কোনও দায় স্বীকার করেনি। আর তাতেই বাড়ছে উদ্বেগ। অপহরণের পিছনে তালিবানিরা না থাকলে কারা এই কাজ করল তাই নিয়ে বাড়ছে চাপানৌতর। অসমর্থিত সূত্রে খবর, বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগেরই আর খোঁজ মিলছে না। এমনকী তাদের পরিচয়ও জানা যায়নি। এদিকে অনেকেই আবার এর পিছনে তালিবানিদের গোপন অভিসন্ধি রয়েছে বলে মনে করছে। তারা মুখে অপহরণের কথা স্বীকার না করলেও আন্তর্জাতিক আঙিনায় চাপ বাড়াতেই এই কাজ করে থাকতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।
দায় অস্বীকার ইরানের
এদিকে বিমানটিকে অপহরণের পর প্রথমে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এমনকী একথা বলেছেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন। এমনকী যে সমস্ত অজ্ঞাত পরিচয় জঙ্গিরা কাবুল বিমানবন্দর থেকে প্লেনটিকে হাইজ্যাক করে তারা প্রত্যেকেই সশস্ত্র ছিল বলেও জানা যাচ্ছে। ইউক্রেন সরকারের তরফে তাদের নিজস্ব ব়্যাডারে ক্রমাগত বিমানটির খোঁজ চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সেটি বেপাত্তা। অপহরণের পরেই বিমানের গতিপথ বদলে তা ইরানের দিকে উড়িয়ে নিয়ে যায় জঙ্গিরা। যদিও এই সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান সরকার।
ইউক্রেনীয়দের বদলে অজ্ঞাত পরিচয় যাত্রী নিয়ে উড়ল প্লেন
এই প্রসঙ্গে ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী আরও বলেন, "গত রবিবার থেকেই প্লেনটি বিপদের মধ্যে পড়েছিল। সেই সময় সেটির খোঁজ মিললেও কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি সেটি ছিনতাই করেছিল। মঙ্গলবার, বিমানটি আমাদের কাছ থেকে কার্যত চুরি করা হয়েছে। আফগানিস্তানে আটকে থাকা ইউক্রেনীয়দের উদ্ধারের পরিবর্তে অজ্ঞাত যাত্রীদের নিয়ে বিমানটি ইরানে উড়ে গিয়েছে। এমনকী গত দুদিনে আমাদের তিনটি উদ্ধার প্রক্রিয়াও সফল হয়নি। কারণ আমাদের নাগরিকদের বিমান বন্দরে প্রবেশই করতে দেওয়া হয়নি।"