সোনার দামে হু হু করে পতন অব্যাহত, কলকাতায় ২৪ অগাস্ট ২২ ও ২৪ ক্যারেটে মঙ্গলবারের দর কোনদিকে
সোনার দাম ফের একবার নিচের দিকে যেতে শুরু করেছে। এদিন গত বছরের রেকর্ড উচ্চতা থেকে হু হু করে নেমেছে সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন সকাল ৯ টা নাগাদ হু হু করে পড়ে যেতে শুরু করে দেয়। গতবছর অগাস্ট মাসে ৫৬ হাজারের ঘরে গিয়ে রেকর্ড গড়ে থেমেছিল সোনা। তারপর ২০২১ সালের আগাস্টে সোনার দামের পতন রীতিমতো পরিস্থিতিকে উদ্বেগজনক করে দিয়েছে সোনায় লগ্নিকারীদের জন্য। এদিন সোনা ও রুপোর দামে হু হু করে পতন পরিলক্ষিত হয়েছে। একনজরে দেখা যাক সোনার দাম আজ কোনদিকে গিয়েছে।

সোনার দাম
২৪ অগাস্ট সোনার দাম ফের একবার পতনমুখী হতে শুরু করে দিয়েছে। গত বছরের অগাস্ট মাসে সোনার দামে হু হু করে উত্থান দেখার পর এই বছরের শুরু থেকেই কার্যতক ধুঁকছে সোনা। এরপর অগাস্ট আসতেও হু হু করে পতন দেখা গেল সোনার দামে। এদিন সকাল সাড়ে নয়া নাগাদ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.২২ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে আজ সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,৪৮০ টাকা। অক্টোবরের গোল্ড ফিউচারে সোনার দাম এমন একটি জায়গায় চলে গিয়েছে। এদিকে এক আউন্সে স্পট গোল্ডের দাম ১,৮০১.৭৮ মার্কিন ডলার হয়েছে। যা গত সেশনের থেকে ১.৪ শতাংশ বৃদ্ধি বলে ধরে নেওয়া হচ্ছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে ৬২,৭৮৮ টাকা হয়েছে। ফলে ১ কেজিতে এদিনও রুপোর দাম ৭০ হাজার থেকে নিচে রয়েছে। এদিকে এক কেজিতে রুপোর দাম ০.২৩ শতাংস নিচে নেমেছে। ফলে ১ কেজিতে রুপোর দাম কমতে শুরু করে তা ১৪৭ টাকা কমতির দিকে এগিয়ে গিয়েছে। এদিকে, গতকাল ডলারের দাম অর্ধেকের বেশি শতাংশ পড়ে যাওয়ার পর এদিন মার্কিন ডলার বেশ খানিকটা নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। ফলে সোনার সেদিক থেকে কোনপথে হাঁটতে শুরু করেছে সেদিকে নজর রয়েছে সমস্ত মহলের। এদিকে, মার্কিন মুলুকে করোনার বাড়বাড়ন্ত ও ডেল্টা আতঙ্কের মাঝে মার্কিন ফেড রিজার্ভের ট্রেন্ড কী থাকে, তার দিকেও তাকিয়ে গোটা বাজার।

কলকাতায় সোনার ২২ ও ২৪ ক্যারেটের দাম
সোনার দাম মঙ্গলবার ২৪ অগাস্ট রুপোর বাট প্রতি কেজিতে ৬২৯০০ টাকা , খুচরো রুপো ৬৩০০০ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে আজ কলকাতায়। এদিকে, কলকাতায় আজ সোনার দাম পাকাসোনায় ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮০০ টাকা, ১০ গ্রামে ৪৮০০০ টাকা, । গহনার সোনা ২২ ক্যারেটে ১ কেজিতে ৪৫৫৫ টাকা হয়েছে, ১০ গ্রামে সোনার দাম ৪৫৫৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬২৫ টাকা রয়েছে। ১০ গ্রামে সোনার দাম ৪৬২৫০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৪,৮৫০ টাকা, ২৪ ক্যারেটে আসবে ৪৮,৯৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম মায়ানগরীতে ৪৭,৬৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬০০ টাকা, ২৪ ক্যারেটে রাজধানীতে সোনার দাম ৫০,৮৩০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৪৯০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)

সোনা কেনার শুভ মুহূর্ত
সামনেই অগাস্ট শেষ হয়ে আসতে চলেছে সেপ্টেম্বর মাস। এই সময়ে সোনা কেনার শুভ দিন হিসাবে জ্যোতিষ মতে কয়েকটি তিথি ও দিন রয়েছে। দেখে নেওয়া যাক এই তিথি ও দিনের তারিখ।
২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট।
৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট।
৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট,
১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট।
১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট।
১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট।
১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।