'দাদু' সম্বোধনে ক্ষুদ্ধ, আবারও ফেসবুকে বিতর্কিত পোস্ট বিজেপির তথাগতর

এক ছিলেন গৌতম বুদ্ধ, যার স্থিতধী হৃদয় বিশ্বকে পথ দেখিয়ে চলেছে এখনও৷ বিশ্বে তিনি তথাগত নামে খ্যাতিলাভ করেছেন। সে অনেক প্রাচীন ভারতের কথা। কিন্তু বর্তমান ভারতীয় রাজনীতিতে তথাগত রায় নামটা শুনলেই বিজেপির যে অস্বস্তি বাড়ে তা আর বলার অপেক্ষা রাখে না৷ কারণ বয়সে এসেও যে ভাবে সোশ্যাল মিডিয়াতে ঝোড়ো স্ট্রাইক করেন বঙ্গ-বিজেপি নেতা তাতে বেশিরভাগ সময়ই বিজেপির নেটেই বল জড়িয়ে সেম সাইড হয়ে যায়৷

সোমবারও এরকমই একটি পোস্ট করে বিতর্ক বাড়ালেন তথাগত৷ যে ক'জন বঙ্গ-বিজেপি নেতা ফেসবুক টুইটারে ভীষণ জনপ্রিয় তথাগত রায় তাঁদের একজন। বিজেপি এবং বিরোধীদের একটি বড় অংশ তথাগতবাবুকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন৷ বিজেপি এবং বিরোধী মতের অনেকেই তথাগতকে কমেন্টে 'দাদু' বলে সম্বোধন করে থাকেন৷ আর এতেই ভীষণ চটেছেন তথাগত। পাল্টা একটি ফেসবুকে পোস্টে সোমবার এই 'দাদু' ডাকা ফেসবুক ব্যবহারকারীদের তথাগত লেখেন,
'যারা আমাকে 'দাদু' সম্বোধন করে তাদেরকে আমার আশীর্বাদ জানাই। শুধু সেই সব নাতি-নাতনিদের কাছে একটা প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না। 'দাদু' মানে তো বাবার বাবা ও মায়ের বাবা দুই-ই হয়। আমি তাদের মধ্যে কাদের বাবার এবং কাদের মায়ের জন্ম দিয়েছিলাম ?'

'আমি কাদের বাবার, মায়ের জন্ম দিয়েছিলাম?' এই লাইনের মধ্যে তথাগত আবার অশালীন ইঙ্গিত করলে বলে অভিযোগ করছে বিরোধীদের একাংশ। যেখানে বিজেপি সমর্থকদের বড় অংশ ওই পোস্টে বঙ্গ-বিজেপি নেতার 'হিউমার' এর প্রশংসা করেছেন৷ এবং তাকে এই রকম 'সপাটে' উত্তর দেওয়া পোস্টের জন্য সাধুবাদ জানিয়েছেন৷

উইকিপিডিয়া বলছে তথাগত বাবুর জন্ম ১৪ সেপ্টেম্বর ১৯৪৫, এই তারিখকে সত্যি ধরলে আগামী মাসেই ৭৬ বছরে পা দেবেন তথাগত রায়৷ এই বয়সের যে কোনও ব্যক্তিকে পশ্চিমবঙ্গে সাধারণত দাদুই সম্বোধন করা হয়। কিন্তু সেই সাবলীল সম্বোধন নিয়ে তথাগতাবাবু এত রেগে যাচ্ছেন কেন সে প্রশ্নের উত্তর অনেকেই খুঁজে পাচ্ছেন না! তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি অংশের মতে প্রধানমন্ত্রী মোদীর নতুন নিয়মে ৭৫ বছর বয়সে আর বিজেপির পদ ও বিজেপি সরকারে মন্ত্রীত্ব পাওয়ার সুযোগ না থাকার কথা বলা হয়েছে সেই কারণেই দাদু বলে বয়সের কথা স্মরণ করালে রেগে যাচ্ছেন তথাগত বাবু।

More TATHAGATA ROY News  

Read more about:
English summary
Angry at the 'grandfather' remarks, once again the BJP's tathagatar posted controversial on Facebook
Story first published: Monday, August 23, 2021, 23:35 [IST]