এখনও পর্যন্ত বাংলাতে নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ। এই পরিস্থিতি যদি থাকে তাহলে পুজোর পরেই রাজ্যে খুলছে স্কুল। নবান্নে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সরকার স্কুল খোলার পক্ষে। তবে অবশ্যই পরিস্থিতিটাও নিয়ে ভাবতে হবে। এমনটাই বললেন তিনি।
আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সেখানেই রাজ্যের স্কুল খোলা নিয়ে বড়সড় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে মমতা বলেন, প্রত্যেকদিন স্যানেটাইজ করে পুজোর ছুটির পরেই স্কুলগুলি খোলা হবে। তবে তৃতীয় ওয়েভ নিয়ে একটা আতঙ্ক রয়ে গিয়েছে। বলা হচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসে নাকি সংক্রমণ বাড়বে। তবে এখন বাংলাতে করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মমতা।
তবে এখন স্কুল খোলা সম্ভব নয়! কার্যত সেই ইঙ্গিত দিয়ে মমতা বলেন, পুজো চলে এসে প্রায়। পুজোর ছুটি থাকে। একেবারে দীপাবলি, ভাইফোটা কাটিয়ে স্কুল খোলা হয়। সেই মতো পুজোর ছুটি মিটে গেলেই স্কুল খোলা হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তবে অবশ্যই গোটা বিষয়টি নির্ভর করবে পরিস্থিতির উপর। তাঁর মতে, ''এখন বাংলার অবস্থা ঠিকই আছে। ১ শতাংশের আশেপাশে সংক্রমণ। তবে আমরা চাই সকলে ভাল থাকুন। কিন্তু মহারাষ্ট্র, কেরলে যে ভাবে প্রতিদিন সংক্রমণ বাড়ছে, জানি না কাল কী হবে। আজ বলতে পারি পরিস্থিতি নিয়ন্ত্রণে। "
উল্লেখ্য, গত কয়েকদিন আগেও পুজোর পর স্কুল খোলা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ইঙ্গিত পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, রাজ্যের সমস্ত স্কুলগুলিকে কার্যত প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি ক্ষেত্রে স্কুল খোলার জন্যে কি কি করতে হবে সে বিষয়েও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ভোটের আগে আরও একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি ভাষাতে স্কুল খোলা হবে বলে জানিয়ে চিলেন তিনি। এমনকি বাজেটেও এই বিষয়ে প্রস্তাব রাখা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তরফে।
আজ সোমবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫০০ সাঁওতালি স্কুলে অলচিকি হরফে পড়ানো হবে। ২০০ টি রাজবংশী স্কুল, ২টি কামতাপুরি স্কুলও হচ্ছে। এছাড়াও কুর্মি, হিন্দি, গোর্খা, নেপালি সমস্ত ভাষায় নতুন নতুন স্কুল তৈরি হবে।
আগামী দিন সিলেবাস তৈরি হওয়ার পর পড়ানো হবে। এটা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শিক্ষক পাপ্যা গেলে স্কুলগুলিও খোলা হবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও এদিনের বৈঠকে আফগানিস্তান সহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধায়কে প্রশ্ন করা হয়।