অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস, ফের পাহাড়ে ধস আর বানভাসী হওয়ার সতর্কতা জারি উত্তরবঙ্গে

বাংলার উপকূলে কোনও নিম্নচাপ নেই, নেই কোনও ঘূর্ণাবর্ত। তবে শক্তিশালী দক্ষিণা বাতাস যাচ্ছে উত্তর-পূর্বে। যার জেরে উত্তর-পূর্বের রাজ্যগুলি-সহ হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বানভাসী হওয়া এবং পাহাড়ে ধসের ব্যাপারেও সতর্ক থাকতে বলেছে হাওয়া অফিস।

সাগরের হাওয়া পাহাড়ে

আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিশালী দক্ষিণা বায়ু কিংবা দক্ষিণ পশ্চিমা বায়ু ( যে নামেই ডাকা হোক না কেন) বঙ্গোপসাগর থেকে যাচ্ছে একেবারে উত্তর-পূর্বে। এই সক্রিয়তা বজায় থাকবে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত। যার জেরে উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে এই রাজ্যের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

সরেছে মৌসুমী অক্ষরেখাও

এছাড়াও মৌসুমী অক্ষরেখাও তার স্বাভাবিক অবস্থানের থেকে উত্তর দিকে সরেছে এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন হচ্ছে। যার জেরে আগামী কয়েকদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৬ অগাস্ট থেকে মৌসুমী অক্ষরেখা ফের দক্ষিণের দিকে যেতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

২৩ ও ২৪ অগাস্টের জন্য সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে সোমবার ও মঙ্গলবারের জন্য আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুদিন দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

২৫ থেকে ২৭ অগাস্টের জন্য সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য সতর্কবার্তায় বলেছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে ওই তিনদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই তিনদিন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

নদীতে জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ে ধসের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে বৃষ্টির সতর্কবার্তার সঙ্গে সংযুক্ত নদীগুলিতে জলস্তর বৃদ্ধির সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি পুর এলাকাগুলির নিচু এলাকায় জলমগ্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে। মাঠে থাকা সবজির ও অন্য ফসলেরও ক্ষতি হতে পারে। এর পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলায় পাহাড়ে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওসার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। দিন কয়েক আগেও প্রবল বৃষ্টিতে ধস নেমে সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল সেই সময়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More WEATHER News  

Read more about:
English summary
Weather office IMD on very heavy rain over districts of Sub-himalayan West Bengal till 27 August flood landslide
Story first published: Monday, August 23, 2021, 18:03 [IST]