হেডিংলের পিচ রিপোর্ট
ইতিহাস ঘাটলে দেখা যায় যে হেডিংলের পিচ বরাবরই পেসারদের সহয়তা প্রদান করে এসেছে। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলা চলতি সিরিজের তৃতীয় টেস্ট থেকেও মহম্মহ শামি, জসপ্রীত বুমরাহরাই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তাই এই ম্যাচেও সম্ভবত চার পেসার ও এক স্পিনারকে রেখেই প্রথম একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া। সেই স্পিনার রবীন্দ্র জাদেজা হবেন না রবিচন্দ্রণ অশ্বিন, তা নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা। অন্যদিকে স্টুয়ার্ট ব্রডের পর মার্ক উডের চোট ইংল্যান্ডের পেস বিভাগকে ভারতের তুলনায় কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
আবহাওয়া পূর্বাভাস
ইংল্যান্ডের অন্যান্য শহরের তুলনায় লিডসে হাওয়ার দাপট বেশি থাকে। তার প্রভাব পড়ে ক্রিকেট ম্যাচে। লাল বলের সিম এবং সুইং এই হাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে। যার সুবিধা পেয়ে যান ফাস্ট বোলাররা। ২৫ অগাস্ট থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট চলার সময়ও হে়ডিংলে স্টেডিয়ামে হাওয়ার দাপট দেখা যাবে বলে জানানো হয়েছে। ম্যাচের পাঁচ দিন তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস। পঞ্চম দিবস পর্যন্ত খেলা গড়ালে সেদিন বিক্ষিপ্ত বৃ্ষ্টিতে খেলা থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ম্যাচের বাকি চার দিন বৃষ্টি হবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস।
হে়ডিংলেতে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান
হে়ডিংলেতে এখনও পর্যন্ত ৬টি টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তিনটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। দুটি টেস্ট জিতেছে ভারত। ১৯৭৯ সালে এই মাঠে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ড্র হয়েছিল। ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে এই মাঠে প্রথম টেস্ট জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াও হেডিংলেতে টেস্ট জিততে সক্ষম হয়েছিল। ওই ম্যাচের প্রথম ইনিংসে একসঙ্গে শতরান করে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিসংখ্যান তা হল এই মাঠে ১৯৭৯ সালের পর আর কোনও টেস্ট হারেনি ভারত। অন্যদিকে ইংল্যান্ড হেডিংলেতে ১৯৬৭ সালের পর আর কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি।
ম্যাচের প্রেক্ষাপট
লডর্স টেস্টে জাঁকিয়ে বসেও ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট দলকে ভুগিয়েছে ব্যাটিং বিপর্যয়। একই সঙ্গে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে জেমস অ্যান্ডারসন, জস বাটলার, অলি রবিনসনরা যে পরিকল্পনামাফিক পারফরম্যান্স করতে পারেননি, তা মেনে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ট্রেন্ট ব্রিজে বৃষ্টি না হলে প্রথম টেস্টও ভারতই জিততো বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে হেডিংলে ম্যাচ জেতা ছাড়া ইংল্যান্ডের কাছে আর কোনও উপায় নেই। তৃতীয় টেস্ট ড্র হলে বা ভারত জিতে গেলে ব্রিটিশদের পক্ষে সিরিজে ফিরে আসা মুশকিল হবে বলে মনে করা হচ্ছে।