একচুলের জন্য সোনা হাতছাড়া হওয়া লং জাম্পার শাইলি সিংয়ে মুগ্ধ দেশ, ক্রীড়ামন্ত্রীর শুভেচ্ছা

অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের তৃতীয় পদক। এবার মহিলাদের লং জাম্পে রুপো জিতলেন শাইলি সিং। ওই ইভেন্টে ৬.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছেন শাইলি। ৬.৬০ মিটার দূরত্ব অতিক্রম করা সুইডেনের মাজা আসকাগ জিতেছেন সোনা। অর্থাৎ মাত্র ০.০১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করেছেন ভারতীয় অ্যাথলিট। তা সত্ত্বেও শাইলির কীর্তিতে গর্বিত ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সহ গোটা দেশ।

একচুলের জন্য সোনা হাতছাড়া হওয়া লং জাম্পার শাইলি সিংয়ে মুগ্ধ দেশ, ক্রীড়ামন্ত্রীর শুভেচ্ছা

১৭ বছরের লং জাম্পার ঝাঁসি থেকে উঠে এসেছেন। বেঙ্গালুরুতে কিংবদন্তি অঞ্জু ববি জর্জের অ্যাকাডেমি থেকে শাইলি সিংয়ের উত্থান। অঞ্জুর স্বামী রবার্ট ববি জর্জ অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতা ভারতীয় অ্যাথলিটের প্রশিক্ষক। সবমিলিয়ে চলতি প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা গিয়ে পৌঁছলো তিনে। এর আগে ৪x৪০০ মিক্সড রিলে এবং ১০ হাজার রেস ওয়াক ইভেন্ট থেকে যথাক্রমে ব্রোঞ্জ ও রুপো জিতেছিল দেশ। জয়ী অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

কেনিয়ার নাইরোবিতে চলছে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতেছেন ভারতের অমিত খাতরি। ৪X৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের এস ভরত, প্রিয়া মোহন, কপিল এবং সামি। এর আগে একই টুর্নামেন্ট থেকে এত সংখ্যক পদক জিততে পারেনি দেশ সে তুলনায় এবার ভারতীয় অ্যাথলিটরা ইতিহাস রচনা করেছেন বলা চলে। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন খোদ বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি। ভারতীয় অ্যাথলিটদের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

Shaili Singh has won the Silver🥈 !
World Athletics U20 Championships,Nairobi

A personal best, she registered a jump of 6.59m in the long jump event final.

• Shaili trains under Robert Bobby, the husband of Indian veteran Anju Bobby George, at the SAI NCE, Bangalore. pic.twitter.com/2KiFmYY8K0

— Anurag Thakur (@ianuragthakur) August 22, 2021

১৭ বছর বয়সে শাইলি সিংয়ের প্রতিভা আবিষ্কার করেছিলেন কিংবদন্তি অঞ্জু ববি জর্জের স্বামী রবার্ট ববি জর্জ। কিশোরীকে বেঙ্গালুরু অ্যাকাডেমিতে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছিল। শেষ দুই বছরে শাইলির যে উত্থান দেখছে বিশ্ববাসী তা অনেক পরিশ্রমের ফসল বলে জানিয়েছেন অঞ্জু ববি জর্জ। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাইলি সিংয়ের একটি পুরনো ভিডিও পোস্টও করেছেন।

#ShailiSingh (1/3)

In 2017, Bobby and I came across a young girl from Jhansi. We scouted her later that year in the junior national competition and decided to induct her into the Anju Bobby Sports Foundation in 2018. pic.twitter.com/7PAQab34ve

— Anju Bobby George (@anjubobbygeorg1) August 22, 2021

উল্লেখ্য সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে সাতটি পদক জিতেছে ভারত। দেশের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক। গেমসের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছেন ভারতের নীরজ চোপড়া। অলিম্পিকের অ্যাথলিটক্সে দেশের হয়ে প্রথম সোনা জিতে ইতিহাস রচনা করেছেন ২৩ বছরের অ্যাথলিট। তাঁর যোগ্য উত্তরসূরি শাইলি সিং, অমিত খাতরিরা আগামী দিনে ভারতের মুখ আরও উজ্জ্বল করবে বলে আশা ক্রীড়াপ্রেমীদের।

More ATHLETICS News  

Read more about:
English summary
India's woman Long Jumper Shaili Singh won silver in U20 World Athletics Championships