করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমে ৫০০! নমুনা পরীক্ষার বাড়া-কমার প্রভাব পরিসংখ্যানে

করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমে ৫০০-য় নেমে গেল সোমবার। গত তিন দিন ধরে নমুনা পরীক্ষা কমেছে অনবরত। তার প্রভাবেই করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৫০০-তে। বাংলায় মাস খানেকেরও বেশি সময় ধরে করোনার দৈনিক সংক্রমণ সীমাবদ্ধ রয়েছে ৫০০ থেকে ৮০০-র মধ্যে। করোনা মুক্তের সংখ্যাও ৬০০ থেকে ৮০০-র মধ্যে রয়েছে। ফলে সক্রিয়ের সংখ্যা কমছে নামমাত্র। এদিন মাত্র ৭ জনের মৃত্যু হয়েছে বাংলায়। বাংলার করোনার পরিসংখ্যানে স্বস্তির খবর এটাই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৭১। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা এদিন নেমে ৫০০ হলেও স্বস্তি অমিল। কারণ টেস্টিং কম হওয়াতেই করোনার সংক্রমণ নিম্নমুখী।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ৩৩৬ জন। এদিন ১২৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫১০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬২৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১৫ হাজার ৭৮৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ৮৯ হাজার ২৯৩। ১৩৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮৫৪৩৭। এদিন টেস্টিং হয়েছে ২৭১৫৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৮৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১২০৮৫। এদিন ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২১১৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ জন বেড়ে হয়েছে ৯৭৩৩৮। হাওড়ায় আক্রান্ত ৯৫২৬৩। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮২৬৩৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৩ জেলায়। উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় ৫০ বা তার বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৫০-এর নিচে। এদিন উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সবার উপরে কলকাতা। সবথেকে বেশি ৭৭ জন সংক্রমিত হয়েছেন কলকাতায়। উত্তর ২৪ পরগনায় ৫৬ ও দক্ষিণ ২৪ পরগনায় ৫০ জন করোনা সংক্রমিত। দার্জিলিংয়ে ৪৭ জন সংক্রমিত হয়েছেন। সবথেকে কম সংক্রমণ ১ জন মালদহ ও বীরভূমে। ৫ জেলায় ১০০ নিচে সক্রিয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus daily infection again decreased to 500 because testing only 27000 in West Bengal