স্বপ্নের দৌড়
ডায়মন্ড লিগে তিনি ১০০ মিটারের ফিনিশিং লাইন পেরোলেন ১০.৫৪ সেকেন্ডে। যা তার ব্যক্তিগত নয়া রেকর্ড। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বের মহিলা অ্যাথলিটদের মধ্যে তিনি এখন দ্বিতীয় দ্রুততমা। আমেরিকান ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার রয়েছেন এই তালিকার প্রথম স্থানে। ১৯৮৮ সালে তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন ১০.৪৯ সেকেন্ডে ফিনিশিং লাইন পেরিয়ে। হেরার দেশেরই শেলি-অ্যান ফ্রেজার প্রাইস দ্বিতীয় এবং শেরিকা জ্যাকসন তৃতীয় হয়েছেন।
উচ্ছ্বসিত কিংবদন্তি
নিজের সেরা পারফরম্যান্সে উচ্ছ্বাস গোপন রাখেননি হেরাহ। তিনি বলেন, এই প্রতিযোগিতায় ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করতে পারা দুর্দান্ত ব্যাপার। গত পাঁচ বছরে এত জোরে কখনও দৌড়াইনি। আমার মধ্যে এখনও সেরা পারফরম্যান্স অবশিষ্ট রয়েছে। ২০০ মিটারেও নিজের রেকর্ডকে আরও উন্নত জায়গায় পৌঁছে দিতে চান তিনি। উল্লেখ্য, ১০০ ও ২০০ মিটারে এলাইনে থম্পসন-হেরার সেরা পারফরম্যান্স এসেছে চলতি বছরেই। ২০০ মিটারে তাঁর সেরা সময় ২১.৫৩ সেকেন্ড।
সোনার মেয়ে
রিও অলিম্পিকের পারফরম্যান্সের পর তিনি যেভাবে নিজেকে বিভিন্ন ইভেন্টে মেলে ধরেছেন তাতে খোদ উসেইন বোল্ট নিশ্চিত ছিলেন এলাইনে থম্পসন-হেরাহ-র টোকিওয় সোনা জয়ের ব্যাপারে। রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছিলেন, ফোর ইনটু হান্ড্রেড মিটার রিলেতে সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপো জিতে। কিন্তু টোকিওয় তিন বিভাগেই সোনা ঝুলিতে পুরে ফেলেছেন জামাইকার এই অ্যাথলিট। ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি বেজিংয়ে ফোর ইনটু হান্ড্রেড মিটার রিলেতে সোনা ও ২০০ মিটারে রুপো জিতেছিলেন। তারপরই আসে রিও-র সাফল্য। ডায়মন্ড লিগে ২০১৬ ও ২০১৭ সালেও সোনা জেতেন ১০০ মিটারে। ২০১৬ সালে পোর্টল্যান্ডে ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে ব্রোঞ্জ জেতেন। ২০১৭ ও ২০১৯ সালে ওয়ার্ল্ড রিলের ফোর ইনটু ২০০ মিটারে যথাক্রমে সোনা ও রুপো জেতেন। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ফোর ইনটু ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন, ২০১৮ সালের গোল্ড কোস্টে এই বিভাগেই জেতেন রুপো। এ ছাড়া ২০১৯ সালে প্যান আমেরিকান গেমস ১০০ মিটারে সোনা ও ২০১৩ সালে সিএসি চ্যাম্পিয়নশিপে ফোর ইনটু ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন হেরাহ।