বিরাট বনাম শামসি
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবারেজ শামসির সঙ্গে বিরাট কোহলির অন-ফিল্ড ঠোকাঠুকি এখনও মনে রেখেছেন ক্রিকেট প্রেমীরা। ওই বছর দুই দলের মধ্যে হওয়া ওয়ান ডে সিরিজের এক ম্যাচে ব্যাটসম্যান বিরাটকে স্লেজ করেছিলেন তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ শামসি। ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না ভারত অধিনায়কও। শামসি ব্যাট করতে এলে তিনি চেস্ট প্যাড পরে নেমেছেন কিনা, তা বারবার জিজ্ঞাসা প্রোটিয়া স্পিনারের মনোসংযোগে বিঘ্ন ঘটাতে থাকেন বিরাট। ফল স্বরূপ প্রথম বলেই আউট হয়ে যান শামসি।
বিরাট বনাম স্মিথ ও জনসন
২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথের কথার যুদ্ধে কথা এখনও স্মরণ করেন ক্রিকেট প্রেমীরা। ওই টেস্ট সিরিজের এক ম্যাচে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান। স্মিথের বিক্রমের সামনে টিম ইন্ডিয়ার সব বোলারকেই ফিঁকে মনে হচ্ছিল। এমনই এক সময়ে বল করতে এসেছিলেন পার্ট টাইম রোহিত শর্মা। বল স্মিথের প্যাডে লাগলে মরিয়া হয়ে লেগ বিফোর উইকেটের আবেদন করতে শুরু করেছিলেন হিটম্যান। আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেওয়া সত্ত্বেও থামতে রাজি ছিলেন না রোহিত। তাতে হতাশ হয়ে রোহিতকে উদ্দেশ করে কিছু একটা বলেছিলেন স্মিথ। এগিয়ে এসে যার উত্তর দিয়েছিলেন বিরাট কোহলি। দুই ক্রিকেটারের মধ্যে উষ্ণ বাক্যালাপ হয়েছিল। ওই টেস্ট সিরিজেই ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মেরেছিলেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার মিচেল জনসন। মাঠেই বাকযুদ্ধে জড়িয়েছিলেন দুই ক্রিকেটার।
বিরাট বনাম পেন
২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিলেন ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের ছত্রে ছত্রে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার নেতা টিম পেইনের কথার লড়াই, চোখাচুখি ভোলেননি দুই দেশের ক্রিকেট প্রেমীরা। টিম পেইন ও ঋষভ পন্থের মধ্যেও খেলা চলাকালীন বিস্তর বাক্যালাপের কথা ভোলেননি কেউই।