কাশ্মীর ও পাকিস্তান নিয়ে স্পর্শকাতর মন্তব্য
নভজ্যোত সিং সিধুর দুই উপদেষ্টা সাম্প্রতিক সময়ে কাশ্মীর এবং পাকিস্তান নিয়ে স্পর্শকাতর মন্তব্য করেছেন। তা নিয়ে এদিন সুর চড়িয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁদের সতর্ক করেছন, ভবিষ্যতে যাতে তারা ওই ধরনের কোনও মন্তব্য না করেন, যা কিনা রাজ্য এবং দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থায়িত্বের পক্ষে ক্ষতিকারক।
মুখ্যমন্ত্রী নিশানায় ছিলেন পেয়ারে লাল গর্গ এবং মালবিন্দর সিং মালি। মুখ্যমন্ত্রী তাদের বলেছেন, তাঁরা যেন প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুকেই শুধু উপদেশ দেন।
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ
কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সিধুর উপদেষ্টা মালি ইসলামাবাদের লাইনে কথা বলেছেন। যা পুরোপুরি ভারত-বিরোধী। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে মালির মন্তব্য নিয়ে প্রতিবাদ সত্ত্বেও তিনি তা তুলে না নেওয়ার ঘটনারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। প্রসঙ্গত বিষয়টি নিয়ে কংগ্রেসের ভিতরেও সমালোচনার ঝড় উঠেছে।
মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দুই পরামর্শদাতার মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, ওই মন্তব্য পাকিস্তান ও কাশ্মীর নিয়ে ভারত এবং কংগ্রেসের ঘোষিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
যুক্তিহীন এবং অন্যায় মন্তব্য
পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেক পাঞ্জাবি এবং প্রত্যেক ভারতীয় জানে ভারতকে দেওয়া পাকিস্তানের হুমকি কতটা ঠিক। প্রত্যেক দিন তারা অস্ত্র, ড্রাগ ড্রোনের মাধ্যমে পঞ্জাবের দিকে ঠেলে দিচ্ছে। রাজ্যের পাশাপাশি দেশকে অস্থির করে তুলতে চাইছে। পঞ্জাবি সৈন্যরা দেশের সীমান্তে পাকিস্তানের বাহিনীর আক্রমণে মারা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, দুইজনের জ্ঞান খুবই কম কিংবা একেবারেই কাশ্মীর এবং পাকিস্তান নিয়ে কোনও জ্ঞান নেই। ফলে তাঁদের মন্তব্যে কোনও প্রভাব পড়বে না। এই দুই ব্যক্তিকে সিধুই সাম্প্রতিক সময়ে নিযুক্ত করেছেন।
প্রদেশ সভাপতির কাছে আবেদন
পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন সিধুর উপদেষ্টা গর্গ মনে হয় ভুলে গিয়েছেন, ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে হাজারো শিখ পাকিস্তানের সমর্থনপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন। আর এখনও সবাই পাকিস্তানের খেলার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন গর্গের দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যে পাঞ্জাবীদের আত্মত্যাগ ক্ষুণ্ণ হয়েছে।
পাশাপাশি তিনি প্রদেশ সভাপতির কাছে আবেদন জানিয়ে বলেছেন, উপদেষ্টারা যেন ভারতের স্বার্থের আর ক্ষতি না করে।