|
ভার্চুয়াল রাখিবন্ধন
মুম্বই ইন্ডিয়ান্স দল আইপিএলের প্রস্তুতির জন্য রয়েছে আবু ধাবিতে। সেই দলেই রয়েছেন অর্জুন তেন্ডুলকর। আজ মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে আনমোলপ্রীত সিং, যুধবীর সিং, আদিত্য তারেরা কথা বলছেন তাঁদের বোন বা দিদির সঙ্গে। সকলেই একে অপরকে মিস করছেন। দিদি বা বোনেরা রক্ষাবন্ধনে ক্রিকেটারদের আইপিএলে সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। ভার্চুয়ালি অর্জুনকে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন দিদি সারা তেন্ডুলকর। মিস তো করছেনই, ভাইয়ের কাছ থেকে উপহারের জন্যও যে তিনি অপেক্ষা করছেন সে কথা জানাতে ভোলেননি সচিন-কন্যা। ভাই-বোনদের মিষ্টি ভালোবাসার এই ভিডিও মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের।
|
কেকেআরের শুভেচ্ছাবার্তা
কলকাতা নাইট রাইডার্সও কমলেশ নাগরকোটি ও শিবম মাভির রাখিবন্ধনের ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। কেকেআর আর কয়েক দিনের মধ্যেই আইপিএল অভিযানে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএলের বাকি পর্বের অভিযান শুরু করবে কেকেআর।
|
পন্থের টুইট
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ রয়েছেন লিডসে। হেডিংলিতে অনুশীলন শুরুর আগে তিনিও সোশ্যাল মিডিয়ায় বোন সাক্ষী পন্থের সঙ্গে ছবি শেয়ার করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন রক্ষাবন্ধনের। ভাই-বোনের চিরাচরিত অটুট বন্ধনের কথা উঠে এসেছে ভারতীয় উইকেটকিপারের সোশ্যাল মিডিয়ার বার্তায়।
— Wriddhiman Saha (@Wriddhipops) August 22, 2021 |
আপ্লুত ঋদ্ধি
ঋদ্ধিমান সাহাও ইংল্যান্ডে রয়েছেন ভারতীয় দলের সঙ্গে। তিনি এদিন তাঁর পুত্র ও কন্যার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, ঋদ্ধির কন্যা ছোট্ট ভাইয়ের হাতে পরিয়ে দিচ্ছে রাখি। রাখিবন্ধনের দিনটি পরিবারের সঙ্গে কাটাতে না পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়েছেন ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা।