রাখিতেই স্বস্তি আম-আদমির, ৩৫ দিন পর প্রথমবারের জন্য কমল পেট্রোপণ্যের দাম

গত কয়েক মাস ধরেই একটানা উদ্বেগ বাড়িয়ে চলেছিল পেট্রোপণ্যের দাম। মূল্যবৃদ্ধির ঝাঁঝে নাভিশ্বাস ওঠার জোগাড় আম-আদমির। ইতিমধ্যেই একাধিক রাজ্যে সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। অবশেষে রাখি পূর্ণিমার দিনই কমল দাম। এদিকে গত ৩৫ দিন আগে শেষবার বেড়েছেলি পেট্রোপণ্যের দাম। তারপর থেকে বজায় ছিল স্থিতাবস্থা। দাম যেমন নতুন করে বাড়তে দেখা যায়নি, তেমনই নতুন করে কমেওনি দাম।

রবিবার পেট্রোল ও ডিজেল দুইয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি৷ রবিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২০ পয়সা কমানো হয়েছে৷ অন্যদিকে ডিজেলও সস্তা হয়েছে ২০ পয়সা প্রতি লিটারে৷ দামের নয়া পারাপতনে দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম কমে হয়েছে ১০১.৬৪ টাকা, ডিজেল ৮৯.০৭ টাকা ।

যদিও দেশের অনান্য জায়গায় দাম কমলেও কলকাতায় এখনও সেঞ্চুরিতেই নটআউট আছে। বর্তমানে কলকাতায় পেট্রোল প্রতি লিটারে ১০১.৯৩ টাকায় বিকোচ্ছে। পাশাপাশি এক লিটার ডিজেলের দাম পড়ছে ৯২.১৩ টাকা। অন্যদিকে নতুন সংশোধিত দামের পর বর্তমানে দিল্লিতে বর্তমানে পেট্রোল ১০১.৬৪ টাকা, ডিজেল ৮৯.০৭ টাকায় বিকোচ্ছে। অন্যদিকে মুম্বইয়ে পেট্রোল ১০৭.৬৬ টাকা ও ডিজেল ৯৬.৬৪ টাকায় বিকোচ্ছে। পাশাপাশি চেন্নাইয়ে পেট্রোল ৯৯.৩২ টাকা, ডিজেল ৯৩.৬৬ টাকায় বিকোচ্ছে।

এদিকে বর্তমানে আন্তর্জাতিক বাজারেও লাগাতার সস্তা হচ্ছে অপরিশোধিত তেলের দাম। ওয়াকিবহাল মহলের মতে তারই প্রতিফলন ঘটছে দেশীয় বাজারে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম গত চার মাসের নিরিখে সবচেয়ে কম রয়েছে৷ এদিকে দেশজুড়ে প্রায় ১৯টি রাজ্যে পেট্রোলের দাম গত কয়েক সপ্তাহে ১০০ টাকা প্রতি লিটার পেরিয়ে গিয়েছে৷ এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখের মতো রাজ্যে৷ এমতাবস্থায় মাত্র ২০ পয়সা দাম কমায় তা আদ-আদমির জন্য কতটা সুখবর বয়ে আনবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

More PETROL News  

Read more about:
English summary
for the first time in 35 days price of petroleum products has come down find out price in any state