ভাই বিরাটকে 'পৃথিবী' বলে সম্বোধন দিদি ভাবনার, প্রিয়জনদের রাখির শুভেচ্ছা সচিন থেকে রাহানের

ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠ লর্ডসে টেস্ট ম্যাচ হারিয়ে আত্মবিস্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। হেডিংলেতে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। তারই মধ্যে রাখি উৎসবের আবেগ গায়ে মাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশেষ দিনে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে সহ অন্যান্য রথী-মহারথীরা। জেনে নিন বিস্তারিত।

বিরাটকে ভাবনার শুভেচ্ছা

বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া। লর্ডসে দুর্দান্ত জয় হাসিলের মাধ্যমে ব্রিটিশদের বড়সড় ধাক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে গরমাগরমি এখনও উত্তাল ক্রিকেট বিশ্ব। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির অন এবং অফ ফিল্ড আগ্রাসান নিয়ে চর্চা চলছে নানা মহলে। ভারত অধিনায়ক দেশের ক্রিকেট ফ্যানদের সমর্থন পেলেও তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। সে সব বিতর্কের উর্ধ্বে উঠে বিরাট কোহলির দিদি ভাবনা কোহলি ধিংরার রাখির বার্তা পরিবেশকে আবেগপ্রবণ করে তুলেছে। ভারত কোহলি এবং তাঁর অন্য ভাইকে নিজের পৃথিবী বলে আখ্যা দিয়েছেন ভাবনা। হবে না-ই বা কেন আদ্যন্ত পরিবার পাগল বিরাট ক্রিকেট থেকে অবসর সময় পেলেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চলে যান। মা, দিদি, ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ ভারত অধিনায়কের পরিবারকে আবেগ ও ভালোবাসার আদর্শ স্থল বলা চলে।

সচিন তেন্ডুলকরের বার্তা

খ্যাতির শীর্ষে থাকা সচিন তেন্ডুলকর যে আদ্যন্ত ফ্যামিলি ম্যান, তার প্রমাণ পাওয়া গিয়েছে আগে। ক্রিকেট থেকে অবসরে এবং বিশেষ দিনে কিংবদন্তি ক্রিকেটার যে পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করেন। ভাই-বোনদের সর্বকনিষ্ঠ মাস্টার ব্লাস্টারের উত্থানের পিছনে তাঁর পরিবারের যে অবদান রয়েছে, সে সম্পর্কে অবগত গোটা বিশ্ব। আবেগপ্রবণ সচিনের মুখ থেকেও মাঝে মাঝে বেরিয়ে আসে বাবা-মা, দাদা-দিদিদের কথা। সেই পরম্পরা বজায় রেখে দিদি সবিতাকে রাখি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সচিন। যাঁর হাত থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাট দিয়েই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু হয়েছিল ভারতীয় কিংবদন্তির।

অজিঙ্ক রাহানের শুভেচ্ছা

ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে ব্যস্ত না থাকলে বিশেষ দিনে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পারতেন অজিঙ্ক রাহানে। তবে শুভেচ্ছা প্রেরণে কোনও কার্পণ্য করেননি ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। গোটা দেশকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন রাহানে। ইংল্যান্ড সফরে যাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল ক্রিকেট মহলের একটা অংশ। তবে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে সব সমালোচনার জবাব দিয়েছেন জিঙ্কস।

ভিভিএস লক্ষ্মণ

দেশের প্রতি নাগরিককে রাখি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভালোাবাসা ও একাত্মতার বন্ধন যাতে অটুঁট থাকে, দেশবাসীর জন্য সেই কামনাই করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান।

হরভজন সিং

রাখি উৎসব উপলক্ষ্যে প্রিয়জনদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন হরভজন সিং। রাখি পরা হাত এবং আবেগপ্রবণ মন নিয়ে দেশবাসীকে বিশেষ দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার। রাখি উৎসব যে তাঁর কতটা আনন্দের, তার ব্যাখ্যাও দিয়েছেন ভাজ্জি।

কেকেআরের পোস্ট

রাখির দিনে সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত একটি পোস্ট করে নেটিজেনদের মন জয় করেছে কেকেআর। দলের তরুণ ফাস্ট বোলার শিবম মাভি ও কমলেশ নাগারকোটির রাখি উদযাপনের ছবি ভাইরাল হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
Sister Bhawna Kohli wishes brother Virat Kohli for Raksha Bandhan, Indian cricketers write messages