আবহাওয়ার খবর: ১৩ বছরে রেকর্ড বর্ষণে দিল্লিতে জারি সতর্কতা, বাংলার পরিস্থিতি একনজরে

১৩৮.৮ মিলিমিটার বর্ষণের পর রাজধানী দিল্লি কার্যত জল থৈথৈ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। এমন অবস্থায় গোটা রাজধানী জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। গত ১৩ বছরে এমন বর্ষণ দেখেনি দিল্লি। এদিকে, বাংলার বুকেও গত কয়েক দিনের বর্ষণে একটু হলেও মুক্তি দিয়েছে ভ্যাপসা গরমের প্রভাব। ফলে স্বস্তির বর্ষণ তিলে তিলে উপভোগ করতে পেরেছে বাংলা। দেখে নেওয়া যাক আবহাওয়ার রিপোর্টে পশ্চিমবঙ্গ সহ বাংলার বিভিন্ন জায়গার পরিস্থিতি।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে শনিবার বিকেলে জানানো হয়েছে, ২২ অগাস্ট অর্থাৎ রবিবার নাগাদ কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে মধ্যভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের প্রভাব দেখা যেতে পারে। তবে তাপমাত্রার পরিবর্তন সেভাবে হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ধস নামতে পারে।

দক্ষিণবঙ্গে কেমন হবে বর্ষণ?

শনিবার বিকেলে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ২৩ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্য়ুৎ সহ হালকা এ বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বীরভূম মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্পষ্ট হয়ে থাকা নিম্নচাপের জেরে বেশকিছু নদী প্লাবিত আপাতত বাংলার বিভিন্ন জায়গায়। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস এ আশঙ্কা বাড়ছে হাওড়া পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায়।তবে এই পরিস্থিতি আগামী কয়েকদিন পরির্তিত হবে না।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতার আবহাওয়ায় দেখা যাচ্ছে, আপাতত প্রবল বর্ষণের সম্ভাবনা কমষ তবে আকাশের মুখ খুব একটা ঝলমলে থাকবে না। আকাশ আপাতত আজও মুখ ভার করে থাকবে বলে জানা গিয়েছে। দু এক পশলা বর্ষণ হতে পারে শহরের বিভিন্ন জায়গায়। তবে সর্বনিম্ন তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় সেভাবে বড় পরিবর্তন দেখা যাবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোনল ২৪.৮
বাঁকুড়া ২৫
কোচবিহার ২৫.৪
দার্জিলিং ১৫.৯
দিঘা ২৭.০
জলপাইগুড়ি ২৫.২
কলকাতা ২৬.৯
মালদা ২৭.৪
সল্টলেক ২৬.৫

কমলা সতর্কতা জারি দিল্লি, মধ্যপ্রদেশে

এদিকে দিল্লির বুকে জারি হয়ে গিয়েছে কমলা সতর্কতা। শনিবার সেখানে প্রবল বর্ষণ দেখা যায়। গত ১৩ বছরের অগাস্টে যে বর্ষণ হয়নি, ২২ অগাস্ট তা ঘটেছে। বহু রস্তায় সেখানে জল দাঁড়িয়ে গিয়েছে। গুরুগ্রাম , রাজঘাট, রাজধানী পার্ক মেট্রো স্টেশন সহ বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ হয়েছে। এদিকে, উত্তরে দিল্লি যেমন বর্ষণ স্নাত হয়েছে, তেমনই দক্ষিণে তামিলনাড়ুর পরিস্থিতিও বেশ বর্ষণমুখর। সেখানে নুগামবাক্কামে গত কাল যা বর্ষণ হয়েছে তা ২০১৪ সালের বর্ষণের পর প্রথম রেকর্ড। এদিনও প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুতে। এদিকে, বর্ষণের জন্য আলাদা করে শুধু দিল্লিতেই কমলা সতর্কতা জারি হয়নি। প্রবল বৃষ্টির তাণ্ডবের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে মধ্যপ্রদেশে। সেখানে ধার, রতলম, দেওয়াসে প্রবল বর্ষণ দেখা গিয়েছে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান

এদিকে, জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা ২৩ অগাস্ট থেকে দক্ষিণ থেকে উত্তরের দিকে সরে যাবে। আপাতত জামশেদপুর, বালাসোর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এরই সঙ্গে আশঙ্কা বাড়িয়ে উত্তর-পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও আরও একঘূর্মাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের ওপরে অবস্থান করছে। যার জেরে তামিলনাড়ুতে প্রবল বর্ষণের ইঙ্গিত রয়েছে। জানা গিয়েছে এর জেরে , পঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে যে ২২ অগাস্ট থেকে মহারাষ্ট্র সংলগ্ন দক্ষিণ ভারতের কিছু অংশে বর্ষণ ২২ অগাস্ট থেকে কমতে পারে। তবে আগামী কয়েকদিন দক্ষিণভারতে বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ২৪ অগাস্ট পর্যন্ত, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে ২২ অগাস্ট প্রবল বৃষ্টি চলবে।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের পরিস্থিতি

এদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ২৩ অগাস্ট থেকে প্রবল বর্ষণ হতে পারে। এছাড়াও হিমালয়ের পাদদেশে থাকা বিভিন্ন অঞ্চল হিমালয় সংলগ্ন সিকিমে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী ৫ দিন বিহারে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ফলে উত্তরবঙ্গ আপাতত প্রবল বর্ষণ থেকে সহজে রেহাই পাচ্ছে না। তবে দক্ষিণে সেভাবে বর্ষণের আশঙ্কা নেই। এদিকে, রাখী পূর্ণিমার সকালে উত্তরভারতের একাধিক জায়গায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

More WEATHER News  

Read more about:
English summary
Weather news says , Record rain in Delhi in 13 years on yesterday. Heavy Rain Predicted in Chennai along with thunderstom.Southwest Monsoon been active over Sikkim and Sub Himalayan West Bengal.