একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪২ হাজার ৪২৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৫৬। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গতদিন ছিল ৭৫০-এর উপরে। এদিন টেস্টিং কম হতেই পের করোনার সংক্রমণ নিম্নমুখী হয়ে ৬৭৮-এ থামল।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪২ হাজার ৪২৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ৫৯৪ জন। এদিন ৪১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৭৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭০৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১৪ হাজার ৪৭৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৯ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ২৫ হাজার ৫৭১। ১৩৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮৪৭২৯। এদিন টেস্টিং হয়েছে ৩৯১১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৭৩ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১১৯৩৪। এদিন ৭০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২১০০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৯ জন বেড়ে হয়েছে ৯৭২৩০। হাওড়ায় আক্রান্ত ৯৫১৮৫। এদিন আক্রান্ত হয়েছেন ২৪ জন। হুগলিতে ৩৮ জন বেড়ে আক্রান্ত ৮২৫৫৩ জন।
কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৫ জেলায়। উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি দার্জিলিংয়েরও করোনা সংক্রমণ এদিন ৫০-এর উপরে। এদিন উত্তর ২৪ পরগনাকে টপকে দক্ষিণ ২৪ পরগনার সবার উপরে। সবথেকে বেশি ৮৯ জন সংক্রমিত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় ৮৪ ও কলকাতায় ৭০ জন করোনা সংক্রমিত। দার্জিলিংয়ে ৬০ জন ও জলপাইগুড়িতে ৫১ জন সংক্রমিত হয়েছেন শনিবার। সবথেকে কম সংক্রমণ ৩ জন চার জেলায়-পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। চার জেলায় ১০০ নিচে সক্রিয়।