ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিততে কসরত করা বিরাট থেকে রোহিতদের শক্তির রহস্য জানা আছে কি

ইংল্যান্ডকে তাদরই মাটিতে টেস্ট সিরিজ হারানোর মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। লর্ডসে দাপটের সহিত টেস্ট জিতে বিশ্বের ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছেন বিরাট কোহলিরা। আগামী ২৫ অগাস্ট থেকে লিডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সেখানেও টিম ইন্ডিয়ার জয়ের আশায় বসে থাকবে ক্রিকেট বিশ্ব। বিরাট কোহলি থেকে রোহিত শর্মাদের এই দুর্দান্ত সফলতার রহস্য কীসের মধ্যে লুকিয়ে রয়েছে, জেনে নিন।

বিরাট কোহলি

ভারত সহ বিশ্ব ক্রিকেটের এই প্রজন্মের ফিটনেস আইকন বিরাট কোহলি নিজেদের খাওয়া যথেষ্ট সচেতন এবং খুঁতখুঁতে। খাবার নির্বাচনের ক্ষেত্রেও তিনি একইভাবে যত্নশীল। সম্প্রতি নিজেকে ভেগান বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। অর্থাৎ মাছ, মাংস না খেলেও ডিম তাঁর পছন্দের। শোনা যায় জাপানি খাবার খেতে পছন্দ করেন বিরাট। সুশি তাঁর পছন্দের ডিস। পাঞ্জাবী হওয়ার খাতিরে আলুর পরোটা, ছোলে ভাতুরেও যে বিরাট সুযোগ পেলেই উদরস্ত করেন, তা জানা গিয়েছিল আগেই।

রোহিত শর্মা

লর্ডস টেস্টে দুর্দান্ত অর্ধশতরান করা রোহিত শর্মা লম্বা লম্বা ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত। মুম্বইয়ের এই ওপেনার যে বেশ ভোজনরসিক, তা জানা গিয়েছে আগেও। তবে ফিটনেসের বিষয়টি মাথায় রেখে যে সব পছন্দের খাবার যে তাঁরও খাওয়া হয়ে ওঠে না, তা নিজেই স্বীকার করেন ক্রিকেটার। তবে যেনতেন-প্রকারেণ শিকড়ের টান ধরে রাখতে বদ্ধপরিকর হিটম্যান। মুম্বইকর হওয়ার সৌজন্যে পছন্দের বড়া পাও এবং পাও ভাজি মাঝেমধ্যেই কিনে খান রোহিত। পছন্দ করেন জাপানি ডিস খেতেও।

রবিচন্দ্রণ অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দুটি টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা না পেলেও তৃতীয় ম্যাচে রবিচন্দ্রণ অশ্বিনের প্রত্যাবর্তন কার্যত আসন্ন। দেশে এবং বিদেশের সমান দক্ষতায় ঘূর্ণিতে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের কাবু করে চলা চেন্নাইয়ের স্পিনারের মায়ের হাতে তৈরি বাড়ির খাবার সবচেয়ে বেশি পছন্দের। মায়ের বানানো বিভিন্ন ডিসের মধ্যে পনির ক্যাপসিকামের স্বাদ অশ্বিনের জিভ ও মনের মণিকোঠায় জায়গা পেয়েছে বেশি। নিরামিষাশী ভারতীয় ক্রিকেটার বাইরে থাকলেও কড়া ডায়েট মেনে চলেন।

ঋষভ পন্থ

ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ যে বেশ ভোজন রসিক, তা এ যুগে কারও জানতে বাকি নেই। তবে ফিটনেসের কথা মাথায় রেখে তাঁকে ইদানীংকালে অনেক খাবারই জীবন থেকে পরিত্যক্ত বলে ঘোষণা করতে হয়েছে। নাদুস-নুদুস চেহারায় যেভাবে তাবড় বোলারদের তুলে তুলে ছক্কা হাঁকান, তা দেখে মনে হতেই পারে যে তিনি খাদ্য কী খান। দিল্লিওয়ালে পন্থের পছন্দের খাবার ছোলে ভাতুরে, আল পরটা। খেতে চাইলেও এখন ফিটনেসের জন্য আর পান না আইসক্রিম।

কেএল রাহুল

লর্ডস টেস্টে দুর্দান্ত শতরান করা কেএল রাহুল ভারতীয় ক্রিকেট দলের এ প্রজন্মের অন্যতম সেরা এবং ফিট ক্রিকেটার। শরীরের খেয়াল রাখতে বেশি করে জাপানি খাবার খান তিনিও।

মহম্মদ শামি

বিশ্বের এ প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলার মহম্মদ শামি খেতে পছন্দ করেন মটন বিরিয়ানি। যদিও ফিটনস ধরে রাখতে নিয়মিত ওই তৈলাক্ত খাবার তাঁর এখন আর খাওয়া হয়ে ওঠে না। তবে উৎসব-অনুষ্ঠানে নিজের জিভ এবং মনকে তিনি আতৃপ্ত রাখতে পছন্দ করেন না।

জসপ্রীত বুমরাহ

রবিচন্দ্রণ অশ্বিনের মতো বাড়ির খাবারের প্রতি ঝোঁক রয়েছে জসপ্রীত বুমরাহেরও। গুজরাতি খাবার ধোকলা তাঁর পছন্দের তালিকার শীর্ষ স্থানে রয়েছে। তবে ফিটনেস ধরে রাখতে এখন আর অনেক খাবারই খেয়ে উঠতে পারেননি ভারতীয় ফাস্ট বোলার।

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
From Virat Kohli to Rohit Sharma, Check out the list of the favorite foods of Indian cricketers,