ব্যবসা করতে ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে মোদী সরকার! Pradhan Mantri Mudra Yojana তে দারুণ অফার

আজ শনিবার গোটা বিশ্বের মানুষ World Entrepreneurs' Day 2021 পালন করেছেন। আর এই দিনে মোদী সরকারের অসাধারণ একটি স্কিমের বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হবে। শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে নয়া ব্যবসাও (start own business) শুরু করতে পারবেন।

আর এভাবে নিজেও একজন উদ্যোগপতি হিসাবে সমাজে নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। আপনি আপনার নিজের ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু সেই ব্যাবসা শুরু করার মতো ক্ষমতা আপনার নেই।

অর্থাৎ টাকার অভাবে আটকে যাচ্ছে আপনার স্বপ্ন। এই অবস্থায় আপনি লোনের আবেদন করতে পারেন। আর এই সমস্ত ক্ষেত্রে পাশে রয়েছে মোদী সরকার।

Pradhan Mantri Mudra Yojana অর্থাৎ কেন্দ্রের নয়া স্কিমের সুবিধা ভোগ করতে পারবেন। খুব সস্তাতে এই লোন পাওয়া যাবে। এই প্রতিবেদনে এই যোজনার বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানানো হল!

Pradhan Mantri Mudra Yojana আসলে কি?

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে নন কর্পোরেট, নন এগ্রিকালচার ছোট থেকে আরও ছোট enterprises গুলিকে ১০ লাখ টাকা পর্যন্ত লোনের সুবিধা এই যোজনার মাধ্যমে দেওয়া হয়।

২০১৫ সাল থেকে নয়া এই যোজনা শুরু করে মোদী সরকার। এই মুদ্রা লোন যে কোনও বানিজ্যিক ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, বিভিন্ন micro finance ব্যাঙ্ক, সরকারি ব্যাঙ্ক, MFIs এবং NBFCs থেকে এই সুবিধা পাওয়া যাবে।

সরকার এই যোজনার মাধ্যমে উদ্যোগপতিদের আরও এগিয়ে আসার জন্যে আহ্বান জানাতে চায়। আর এরফলে দেশের রোজগার আরও বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। এই মুদ্রা লোনের সুবিধা যে কোনও ভেন্ডার, ট্রেডার্স এবং দোকানদারকে দেওয়া হবে।

ছোট যে কোনও ব্যবস্থা যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের এই যোজনার মাধ্যমে এই লোন আপনি পেতে পারেন। এছাড়াও কৃষির সঙ্গে জড়িত কোনও কাজ মুরগী পালন, মাছের চাষ সহ এই সমস্ত কাজেও এই লোন আপনি পেতে পারেন।

তিনটি ক্যাটাগরিতে এই লোন পাওয়া যায়?

Pradhan Mantri Mudra Yojana অর্থাৎ কেন্দ্রের নয়া এই স্কিম তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে Mudra Sishu, দ্বিতীয় ধাপে রয়েছে Mudra Kishoর এবং তৃতীয় ধাপে রয়েছে Mudra Tarun। Mudra Sishuতে যদি আপনি লোনের জন্যে আপনি আবেদন করে থাকেন তাহলে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন।

মুদ্রা কিশোর এই ক্যাটাগরিতে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোনের সুবিধা পাওয়া যায়। পড়ে রইল Mudra Tarun! এই স্কিমের মাধ্যমে ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত লোনের সুবিধা পাওয়া যাবে।

তবে আপনাকে ব্যবসার সমস্ত প্রজেক্ট জমা দিতে হবে। আর তার ভিত্তিতে এই লোন দেওয়া হবে। নিয়ম অনুযায়ী এই যোজনার যে কোনও স্কিমে এই লোনের জন্যে আবেদন করা যেতে পারে।

কীভাবে আবেদন করবেন?

এই লোনের আবেদন করা খুব সহজ। একটি অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে। এর সগে পরিচয় পত্র অর্থাৎ আধার, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্সের কপি আপনাকে জমা দিতে হবে। দিতে হবে বাড়ির ঠিকানার প্রামাণ্য নথিও।

যেমন বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাসের বিল এবং জলের লাইন রয়েছে এমন বিল জমা দিলেও হবে। শুধু তাই নয়, এই লোন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যবসায়িক সার্টিফিকেট জমা দিতে হবে। তবে এই যোজনাতে মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়। 0.25 সুদের হারে লোন দেওয়া হয়ে থাকে।

More MODI News  

Read more about:
English summary
how to benefits under Pradhan Mantri Mudra Yojana details in bengali