আইপিএলের অভিযানে নামার আগে শক্তিবৃদ্ধি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। এবারের আইপিএল শুরুর আগে জৈব সুরক্ষা বলয়ে টানা কাটানোর ক্লান্তির কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জোশ হ্যাজলউড। যদিও টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলে ফের নামার সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি।
আজ চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানানো হয়েছে, জোশ হ্যাজলউডকে আইপিএলের বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, জোশ হ্যাজলউড আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন। বিসিসিআইয়ের তরফেও জানানো হয়েছিল, প্রথমার্ধে যাঁরা কোনও কারণে খেলতে পারেননি তাঁরা যদি ফিট থাকেন এবং খেলতে চান তাঁদের খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। হ্যাজলউড যে ফর্মে রয়েছেন সে কথা মাথায় রেখেই তাঁকে দলে রাখা হয়েছে।
High sir!!!!
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 21, 2021
Josh is back in 🟡!
Read more https://t.co/qSrrFfSvn4#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/ktvoQUvFVw
হ্যাজলউডের বিকল্প নেওয়ার পথও খোলা ছিল চেন্নাই সুপার কিংসের জন্য। যদিও সিএসকে সে পথে হাঁটেনি। বাংলাদেশে অস্ট্রেলিয়া সিরিজ হারলেও স্পিন সহায়ক পিচেও চারটি ম্যাচে আট উইকেট পেয়েছিলেন হ্যাজলউড। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ সিরিজে তিনি চার উইকেট পেয়েছিলেন চার ম্যাচে। সেরা বোলিং ফিগার ছিল ১২ রানের বিনিময়ে ৩ উইকেট। ক্যারিবিয়ান সফরে দুটি একদিনের আন্তর্জাতিকে তিনি পাঁচ উইকেট নেন, সেরা বোলিং ফিগার ছিল ১১ রানের বিনিময়ে ৩ উইকেট। বাংলাদেশে চারটি ম্যাচ খেলেছেন টি ২০ সিরিজে, প্রথমটিতেই ২৪ রানে ৩ উইকেট নেন। পরের ম্যাচে নেন এক উইকেট। শেষ দুটি ম্যাচে দুটি করে উইকেট দখল করেন। রিকি পন্টিংয়ের পরামর্শমতো ক্রিকেট অস্ট্রেলিয়াও চেয়েছে টি ২০ বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলে খেলুন ক্রিকেটাররা। সেটাও হ্যাজলউডের মত পরিবর্তনের কারণ হতে পারে।
Amazing 💥. 3 wickets and just 24 runs. Josh Hazelwood 💛. #BANvAUS pic.twitter.com/dLKtO28Eqx
— Muhammad Kaif 🇵🇰(Cricket) (@muhammadkaif158) August 3, 2021
১৭টি টি ২০ আন্তর্জাতিকে হ্যাজলউডের উইকেট রয়েছে ২১টি। ৫৫টি টেস্টে ২১২টি এবং ৫৬টি একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেটের সংখ্যা ৯৩। গত বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩টি ম্যাচ খেলে একটি উইকেট পান। এবারের আইপিএল শুরুর আগে তিনি জানিয়েছিলেন না খেলার কথা। বলেছিলেন, টানা ১০ মাস জৈব সুরক্ষা বলয়ে কাটাতে হয়েছে বিভিন্ন দলের হয়ে খেলার জন্য। তাই মাস দুয়েক অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে কাটাতে চাই। বাংলাদেশ সফর, টি ২০ বিশ্বকাপ, অ্যাশেজ-সহ ঠাসা ক্রীড়াসূচির কথা ভেবেই তখন আইপিএল থেকে সরে দাঁড়ান হ্যাজলউড। টি ২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে এবার সেই আইপিএলই হতে চলেছে হ্যাজলউডদের বড় মঞ্চ।