আট রাজ্যে প্রবল বজ্রবিদ্যুতের সতর্কতা জারি, সপ্তাহের শুরুতে ভারী থেকে অতিভারী বৃষ্টি উত্তর-পূর্ব-সহ উত্তরবঙ্গে

আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (south west monsoon) হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ (west bengal) এবং সিকিমের (sikkim) ওপরে সক্রিয় রয়েছে। মঙ্গলবার থেকে উত্তর-পূর্ব ভারত-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমলেও মঙ্গলবার নাগাদ সেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রবিবার ২২ অগাস্ট সকালের মধ্য দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ অগাস্ট সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর বুধবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অন্যদিনের মতোই। বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ৩২.৭ )
বালুরঘাট ( ২৯.৬)
বাঁকুড়া ( ৩১.৬)
ব্যারাকপুর (৩১.৬)
বহরমপুর (৩৫.৬)
বর্ধমান (৩৪)
ক্যানিং (২৭)
কোচবিহার (৩১.৩)
দার্জিলিং ( ১৯)
দিঘা ( ২৯.১ )
কলকাতা (২৮.২)
মালদহ (৩৩.৩)
পানাগড় (৩৩)
পুরুলিয়া (৩২.৩)
শিলিগুড়ি (৩৯)
শ্রীনিকেতন ( ৩১.৯)

দেশের আবহাওয়া

মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। ২৩ অগাস্ট থেকে তা ক্রমশ উত্তরের দিকে যেতে শুরু করবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের, সহাই মাধোপুর, তিক্রমগড়, সিধি, জামশেদপুর, বালাসোর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ু এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের ওপরে অবস্থান করছে। একটি অক্ষরেখা উত্তর পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, রায়লসীমা হয়ে দক্ষিণে তামিলনাড়ু হয়ে শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ওপরের পরিস্থিতির জেরে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে যে বৃষ্টি চলছে তা ২৩ অগাস্ট পর্যন্ত চলতে থাকবে, তারপর তা কমবে। পশ্চিম রাজস্থানকে বাদ দিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশে।
মহারাষ্ট্র এবং সংলগ্ন দক্ষিণ ভারতের অংশে ২২ অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে। তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ২৪ অগাস্ট পর্যন্ত, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে ২২ অগাস্ট পর্যন্ত বৃষ্টি চলবে।

২৩ অগাস্ট থেকে উত্তর-পূর্ব ভার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৫ দিন বিহারে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

প্রবল বজ্রবিদ্যুতের সম্ভাবনা

আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে প্রবল বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে। যার জেরে মানুষের পাশাপাশি পশুর ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ত্রিপুরায় আগ্রাসী তৃণমূল! সোনিয়ার পদক্ষেপ সত্ত্বেও আরও বড় ভাঙন কংগ্রেসে, ইস্তফা প্রদেশ সভাপতিরত্রিপুরায় আগ্রাসী তৃণমূল! সোনিয়ার পদক্ষেপ সত্ত্বেও আরও বড় ভাঙন কংগ্রেসে, ইস্তফা প্রদেশ সভাপতির

More WEATHER News  

Read more about:
English summary
As monsoon trough will shift gradually northwards from 23 August, rain will increase in North East and North Bengal from that day, says Weather Office.
Story first published: Saturday, August 21, 2021, 17:15 [IST]